নিজস্ব প্রতিনিধি –
বন্ধন ব্যাংক ঘোষণা করেছে যে তারা তাদের CSR প্রকল্পের অংশ হিসেবে আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন (ACCF)-কে অনুদান প্রদান করেছে। ACCF হলো আসাম সরকার ও টাটা ট্রাস্টস-এর একটি যৌথ উদ্যোগ, যার লক্ষ্য হলো ক্যান্সার রোগীদের জন্য সহজলভ্য, মানসম্পন্ন ও সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করা। এই অনুদান আগামী দুই বছরে আসামের ১৭টি জেলায় ক্যান্সার রোগীদের বাড়ির কাছাকাছি চিকিৎসার সুযোগ করে দিতে সহায়তা করবে।
এই উদ্যোগটি বন্ধন ব্যাংকের স্বাস্থ্যসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতিরই একটি অংশ। অনুদানটি ক্যান্সার চিকিৎসার নানা পর্যায়ে রোগীদের সহায়তা করবে, স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করবে এবং রোগী ও তাঁদের পরিবারের আর্থিক চাপ কমাবে। আসামে বন্ধন ব্যাংকের প্রায় ৫০০টি শাখা রয়েছে, যা প্রায় ১৫ লক্ষ গ্রাহককে পরিষেবা দিচ্ছে।
এই CSR সহায়তা ঘোষণার জন্য গুয়াহাটিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: শ্রী প্রনব কুমার শর্মা, আইএএস, সেক্রেটারি, MERD, শ্রী পার্থ প্রতিম সেনগুপ্ত, এমডি ও সিইও,

বন্ধন ব্যাংক, ড. (মেজর জেনারেল) জয় প্রকাশ প্রসাদ, সিওও, ACCF টাটা ট্রাস্টস, ACCF এবং বন্ধন ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা
অনুষ্ঠানে বন্ধন ব্যাংক-এর এমডি ও সিইও শ্রী পার্থ প্রতিম সেনগুপ্ত বলেন: “মানসম্মত স্বাস্থ্যসেবা একটি সুগঠিত সমাজের মূল ভিত্তি। আসামের মানুষের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি, আমরা চাই তারা সাশ্রয়ী ক্যান্সার চিকিৎসার সুবিধাও পাক। তাই ACCF-এর মতো সংস্থার সঙ্গে এই কাজের অংশীদার হতে পেরে আমরা গর্বিত।”
ACCF-এর সিওও ড. (মেজর জেনারেল) জয় প্রকাশ প্রসাদ বলেন: “এই সহায়তা অনেক রোগীর জন্য আশার আলো। অনেকেই অর্থের অভাবে চিকিৎসা ছেড়ে দিতে বাধ্য হন। এই অনুদান তাঁদের চিকিৎসা চালিয়ে যেতে উৎসাহ জোগাবে।”
বন্ধন ব্যাংকের এই CSR অনুদান ACCF-এর লক্ষ্য পূরণে বড় সহায়ক হবে—বিশেষত যাঁরা আর্থিকভাবে দুর্বল। এই তহবিল শুধু চিকিৎসার খরচই নয়, রোগী ও তাঁদের পরিবারদের আবাসন ও যাতায়াতের ব্যয়ও বহন করবে, যাতে দূরত্ব বা অর্থের অভাব কোনো রোগীর জন্য বাধা হয়ে না দাঁড়ায়। এই সমন্বিত সহায়তা একদিকে যেমন রোগীদের চিকিৎসার মান ও জীবনমান বাড়াবে, অন্যদিকে তেমন ACCF-কে আরও বেশি মানুষকে সহায়তা করার সুযোগ করে দেবে এবং আসাম ও উত্তর-পূর্বাঞ্চলে একটি শক্তিশালী, রোগী-কেন্দ্রিক ক্যান্সার কেয়ার নেটওয়ার্ক গড়ে তুলতে সাহায্য করবে।