জাতীয় চিকিৎসক দিবস উদযাপন করলো স্বেচ্ছাসেবী সংস্থা “আমরা ব্যতিক্রমী”

Spread the love

সায়ন দেবনাথ –

বাংলার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রখ্যাত চিকিৎসক ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম দিবস ও প্রয়াণ দিবস উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে ন্যাশনাল ডক্টরস ডে। আমাদের রাজ্যেও সর্বত্র পালিত হচ্ছে চিকিৎসক দিবস দিনটি। বেলেঘাটা সুভাষ সরোবরের স্বেচ্ছাসেবী সংস্থা আমরা ব্যতিক্রমী’র উদ্যোগে এদিন বেলেঘাটা সি আই টি রোডে বি সি রায় পোলিও হাসপাতাল এবং ফুলবাগানের বি সি রায় শিশু হাসপাতালের চিকিৎসারত শিশুদের মধ্যে উপহার তুলে দেওয়া হল সংস্থার পক্ষ থেকে। প্রথমে ডাঃ বিধান চন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সংস্থার সদস্য এবং সদস্যারা। উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক গোপাল দেবনাথ, সভাপতি প্রদীপ কুমার ভট্টাচার্য্য, প্রধান উপদেষ্টা অশোক মজুমদার, মিহির বালা, ইন্দ্রানী বালা, স্বপন ভট্টাচার্য্য এবং আল্পনা বন্দ্যোপাধ্যায়। আমরা ব্যতিক্রমী সংস্থা এই বছর ১৫ তম বর্ষে পদার্পন করলো। এদিনের অনুষ্ঠানে ১০০ জন শিশুদের অভিভাবকগন সকলেই এই উদ্যোগের প্রসংশা করেন। এই কাজে দুই হাসপাতালের কতৃপক্ষ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ডাঃ বি সি রায় শিশু হাসপাতালের প্রিন্সিপাল ডাঃ দিলীপ পাল এই মহতী উদ্যোগের জন্য সাধুবাদ জানান।

More From Author

নিট ইউজি ২০২৫ এবং জেইই-তে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের উজ্জ্বল সাফল্য, আকাশ ইনস্টিটিউট -এর দুর্দান্ত ফলাফল

Shri Dharmendra Pradhan presides over kick-off programme for distribution of footballs as part of F4S at PM SHRI Kendriya Vidyalaya, Fort William, Kolkata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *