দক্ষিণেশ্বর আদ্যাপীঠ নাট মন্দিরে ১২৯ বছরের পদ্মশ্রী প্রাপ্ত স্বামী শিবানন্দ বাবাকে স্মরণ করে এক মনোগ্য অনুষ্ঠান এর আয়োজন করা হয়

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

এই মনোগ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রহ্মচারী মুরাল ভাই সাধারণ সম্পাদক ও ট্রাস্টি দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ, স্বামী সারদাত্মানন্দ মহারাজ,স্বামী গৌরব বন্ধু ব্রহ্মচারী, পুরুষোত্তম দাস স্বামী ঈশব্রতানন্দ মহারাজ ,প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন ও অন্যান্য গুণীজন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রায় ৩০০ জন প্রতিদ্বন্দ্বীদের ১৩ রকমের প্রয়োজনীয় খাদ্য সামগ্রিক তুলে দেওয়া হয়। সারাদিন গুরু পূজা ভজন গান ও ধর্ম সবার মাধ্যমে স্বামী শিবানন্দ বাবাকে স্মরণ করা হয় বলে জানান সংস্থার পক্ষ থেকে সুব্রত ঘোষ | তিনি সারা জীবন যোগ সাধনার মধ্যে শরীরের বিভিন্ন ধরনের সুস্থ থাকার উপদেশ দেন। নানান ধর্মীয় আধ্যাত্মিক ও শারীরিক উন্নতির জন্য সারা জীবন ত্যাগ করেছেন সমগ্র বিশ্বের কল্যাণের উদ্দেশ্য।

দেব বিদেশের বিভিন্ন ভক্তরা শ্রদ্ধা জ্ঞাপন করেন। আগামী দিনে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচির মাধ্যমে তাকে স্মরণ করাও হবে বলে জানান সুব্রত বাবু।

ছবি – সুবল সাহা।

More From Author

কলকাতায় সহকর্মী এবং AWS “পাওয়ারিং হোয়াটস নেক্সট” আয়োজন করে, পূর্ব ভারতের প্রযুক্তি নেতাদের একত্রিত করে

The Habits They Help Us Build: A Doctor’s Day Tribute

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *