শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এসেছে ‘বিশেষ রথযাত্রা উৎসব অফার’ যা চলবে ২৩শে জুন থেকে ৩রা জুলাই ২০২৫ পর্যন্ত

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

১৯৬০ সালে পবিত্র রথ যাত্রার দিনই শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের পথ চলা শুরু হয়েছিল।

এই বিশেষ বার্ষিক অয়োজনটি এমন একটি উৎসবকে উৎসর্গ করা হয়েছে যা ঐশ্বরিক শক্তির পরিপূর্ণতা প্রকাশ করে।
প্রভু জগন্নাথদেব-এর কৃপায় এই বছরের বিশেষ আকর্ষণ হল, প্রভুর কৃপা ধন্য সোনার গয়নার চোখ ধাঁধানো সম্ভার। এছাড়াও থাকছে সোনা আর হিরের গয়নার এক্সক্লুসিভ কালেকশন৷
আর সব গয়নার কালেকশনের ওপর থাকছে বিশেষ ছাড়। পাশাপাশি থাকছে আকর্ষণীয় অফার, নিশ্চিত উপহার ও বিভিন্ন আকর্ষণের ডালি।

প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার।

৪৫১ টাকার বিশেষ ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়।

১০০% ছাড় হিরের গয়নার মজুরিতে।

৭% ছাড় প্ল্যাটিনাম গয়নার MRP-ওপর।

১৫% ছাড় গ্রহরত্নের MRP-তে।

এছাড়া প্রত্যেক ক্রেতা বন্ধুদের জন্য পুরীর জগন্নাথ মন্দিরের আশীর্বাদধন্য প্রসাদ- এর ব্যবস্থা থাকছে।

একইসঙ্গে সবসময়ের জন্য থাকা সুবিধা ও পরিষেবা, যেমন – সোনায় সোহাগা ( সোনা ও হিরের গয়নার কেনাকাটায় বিশেষ ডিসকাউন্ট স্কিম), পুরনো সোনার বদলে নতুন সোনার গয়না, IGI ও GSI পরীক্ষিত গ্রহ রত্ন ও থাকছে।
সব মিলিয়ে রথযাত্রা উৎসবে ক্রেতাদের জন্য চোখধাঁধানো গয়না ও উপহারের সম্ভার থাকছে।

Img 20250503 wa0100

এই বছর পুরীর প্রভু জগন্নাথ দেবের মন্দিরের সিংহ দুয়ারে প্রভুর আভায় উজ্জ্বল এক সোনার গয়নার জগন্নাথদেবের বিশেষ কালেকশনের উদ্বোধন করেন মন্দিরের মুখ্য সেবায়েত পরম পূজনীয় শ্রী জগন্নাথ কুমার দ্বৈতপতি। শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডাইরেক্টর অর্পিতা ও রূপক সাহা এই শুভ কর্মকাণ্ডের পাশে থেকে তাঁকে সন্মান জানান।
সাথে রথ বানানোর সূত্রধররা পাশে থেকে এই পরিবেশকে আরও পবিত্র করে তোলেন ।
শ্রী জগন্নাথ কুমার দ্বৈতপতি জানান, ‘প্রভুর সামনে এত সুন্দর গয়নার কালেকশন উদ্বোধন করতে পেরে আমি খুবই খুশি। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর এই অসাধারণ উদ্যোগের জন্য তাদেরকে অনেক শুভেচ্ছা জানাই। আগামী দিনে তারা আরও এগিয়ে চলুক ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি।’
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, ‘আমাদের সংস্থার কাছে এই রথযাত্রা খুবই বিশেষ একটা উৎসব। তার কারণ আজ থেকে ৬৫ বছর আগে রথ যাত্রার শুভ দিনেই শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর পথ চলা শুরু হয়েছিল। সেজন্য প্রত্যেক বছর সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে এই শুভ অনুষ্ঠানটি আমরা বিশেষভাবে পালন করি।’
সংস্থার অপর ডিরেক্টর রূপক সাহা জানান, ‘এত বছর ধরে গ্রাহকরা আমাদের ওপর যেভাবে বিশ্বাস আর ভরসা রেখেছে তার জন্য আমরা কৃতজ্ঞ। আর এটাই আমাদের আরো এগিয়ে চলার পথে অনুপ্রেরণা দেয়, উৎসাহিত করে। এই রথযাত্রা অফার আসলে আমাদের ক্রেতাবন্ধুদের সঙ্গে এই উৎসব উৎযাপনের একটা পথ। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর এই বিশেষ রথযাত্রা অফার কলকাতার সব শোরুমে (গড়িয়াহাট, বেহালা এবং বারাসাত) ও ত্রিপুরার সব শোরুম (আগরতলা, ধর্মনগর এবং উদয়পুর) ২৩শে জুন থেকে ৩রা জুলাই পর্যন্ত চলবে।
প্রভুর আশীর্বাদ নিয়ে চলুন এগিয়ে যাওয়া যাক।
জয় জগন্নাথ!

More From Author

International Yoga Day Celebrated at Braithwaite & Co. Limited

Festival of Australia promotes Australia’s world-class education and premium F&B products in Kolkata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *