“হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল” কলকাতায় সম্প্রচার শুরু করতে চলেছে

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

‘হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল’-এর ছত্রছায়ায় ‘হেডলাইনস কলকাতা’ নামে কলকাতায় সম্প্রচার শুরু করতে চলেছে ‘হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল’।
‘ক্যাল কলিং টিভি’-র সাথে গাঁটছড়া বেঁধে কলকাতায় সংবাদ পরিবেশন শুরু করতে চলেছে ‘হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল’।

‘হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল’-এর সূত্র অনুযায়ী, “ত্রিপুরা, আসাম-এর পর এবার পশ্চিমবঙ্গ থেকে অনুষ্ঠান সঞ্চালনা ও সম্প্রচার করবে এই দৃশ্যশ্রাব্য সংবাদ মাধ্যম।

আজ অপরাহ্ণে বন্ধন গ্রুপ-এর প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ, বিধাননগরের উপ নগরপাল অনীশ সরকার, সাহা টেক্সটাইলসের কর্ণধার কান্তিলাল সাহা, ইস্টবেঙ্গল ক্লাবের সাধারণ সম্পাদক রূপক সাহা, প্রেস ক্লাব কলকাতা-র অধ্যক্ষ স্নেহাশিস সুর, শেরিফ গ্রুপ-এর প্রতিষ্ঠাতা চাঁদমল লাধা, লংতরাই গুঁড়ো মশলা-র রতন দেবনাথ, ও ‘হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল’-এর অন্যতম চালিকাশক্তি প্রণব সরকার ও ঋত্বিক মুখার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে কলকাতায় কাজ শুরু করল ‘হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল’।

More From Author

West Bengal Students Shine in NEET UG 2025 with Stellar Performance from Aakash Institute

Kolkata Airport Conducts Its First-Ever “Hand Carriage Export of Gems & Jewellery

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *