নিজস্ব প্রতিনিধি –
ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ দমদমের ছাত্র ও সদস্যদের ৪৯ তম আলোকচিত্র প্রদর্শনী শুরু হলো গগনেন্দ্র শিল্প প্রদর্শনী শালা কলকাতায় | উদ্বোধন করেন প্রাক্তন বিচারপতি অসীম কুমার ব্যানার্জি ,অধ্যাপিকা রঞ্জনা রায় , ডঃ অভয় নাথ গাঙ্গুলী ও অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ | প্রায় ১১১ টি আলোকচিত্র এতে প্রদর্শিত হয়। অ্যাসোসিনের যুগ্ম সম্পাদক

অধ্যাপক বিশ্বতোষ সেনগুপ্ত জানান প্রতিবছরের মত এ বছরও এই প্রদর্শনী হচ্ছে এবং সারা বছর ধরে আলোকচিত্র শিল্পকে সারা বিশ্বের দরবারে বর্তমান টেকনোলজির মাধ্যমে আর উন্নত করার প্রয়াস রয়েছে আমাদের | প্রদর্শনীটি চলবে আগামী ১৪ জুন দুপুর তিনটা থেকে রাত ৮ টা পর্যন্ত।
ছবি – সুবল সাহা।