এন্টিক ভালোবাসার টানে মুম্বাই থেকে কলকাতায় শ্রী সুনীত শ্রীমল

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

আমি মুম্বাই থেকে কলকাতায় এসেছি শুধুমাত্র আপনাদের জন্য!”
এভাবেই আন্তরিকতার সঙ্গে শুরু করলেন সুনীত শ্রীমল, একজন খ্যাতনামা এন্টিক সংগ্রাহক। তিনি বর্তমানে ভারতজুড়ে ছড়িয়ে থাকা দুর্লভ ও ঐতিহাসিক জিনিসপত্র সংগ্রহ করছেন—কেবল সংগ্রহই নয়, সেইসব জিনিসপত্রের মাধ্যমে অতীতের মূল্যবোধকেও তুলে ধরছেন।

কলকাতার আইকনিক স্পটে অনুষ্ঠিত এই বিশেষ সাক্ষাৎকারে তাঁর সঙ্গে ছিলেন সুপরিচিত অভিনেত্রী ও মডেল সাথী সরকার, এবং কলকাতার গর্ব, বিখ্যাত মডেল “মিস কলকাতা” মাধবীলতা। তাঁদের উপস্থিতিতে পরিবেশটি হয়ে উঠেছিল অতীত ও বর্তমানের এক অনন্য মিলনক্ষেত্র।

সাংবাদিকদের প্রশ্নে সুনীত শ্রীমল বললেন:

প্রশ্ন: “আপনার এই কলকাতা সফরের বিশেষ উদ্দেশ্য কী?”
সুনীত শ্রীমল:
“আমি মুম্বাই থেকে এসেছি শুধুই আপনাদের সঙ্গে যোগাযোগ করতে। যদি কারও কাছে বহু পুরনো কোনো এন্টিক জিনিসপত্র থেকে থাকে যেগুলো আর ব্যবহার হচ্ছে না—আসবাবপত্র, ঘড়ি, জুয়েলারি, বাসনকোসন, এমনকি পুরনো জামাকাপড়ও—তাহলে আমরা সেই সব সংগ্রহ করতে আগ্রহী। উপযুক্ত মূল্য দিয়েই আমরা কিনে থাকি, কারণ আমাদের বিশ্বাস—Old is Gold।”

প্রশ্ন: “এই এন্টিক সংগ্রহের নেপথ্যে কি কোনো আবেগ কাজ করে?”
সুনীত:
“অবশ্যই। প্রতিটি পুরনো জিনিসের পেছনে থাকে একটা গল্প, একটা ইতিহাস। আমি শুধু একটি বস্তু কিনছি না—একটা সময়, একটা আবেগ, একটা স্মৃতি কিনছি। এই কারণেই আমি নিজে এলাম, কোনো এজেন্ট বা প্রতিনিধি পাঠালাম না।”

সাথী সরকার বলেন

“এটা শুধু একটা বাণিজ্যিক উদ্যোগ নয়, এটা হল সংস্কৃতির সংরক্ষণ। সুনীতজির উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

More From Author

Keep it Real With Real Activ Coconut Water: Real unveils new campaign with Sidharth Malhotra urging consumers to make a healthy Switch

Diksha Manjari’s latest dance drama Shyama enthralls senior citizens of Pronam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *