ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে অসমের বন্যা কবলিত এলাকায় ত্রাণ ও সেবার কাজে সহযোগিতা করছেন সঙ্ঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

অসমের বন্যা কবলিত এলাকায় ত্রাণ কাজ শুরু করলো ভারত সেবাশ্রম সংঘ। সংঘের গোয়াহাটি, লামডিং,শিলচর, ডিমাপুর সহ আশপাশের বিভিন্ন আশ্রম থেকে সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা ইতিমধ্যেই অসমের বন্যা কবলিত এলাকায় পৌঁছে গেছেন। প্রয়োজন অনুযায়ী কোথাও শুকনো খাবার আবার

কোথাও রান্না করা খিচুড়ি দেওয়া হচ্ছে দূর্গত মানুষদের। ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানিয়েছেন, বুধবার থেকে বিভিন্ন এলাকায় ত্রাণ কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি দুর্গত মানুষদের উদ্ধার কাজেও সহযোগিতা করছেন সঙ্ঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা।

More From Author

Kolkata’s Aritro Ray and 1466 others Lead ALLEN Online to JEE Advanced Glory

মন্মথপুর প্রনব মন্দিরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৬০০০ হাজার ভেসজ গাছ বিতরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *