নিজস্ব প্রতিনিধি –
প্রতিবছরের মতন এ বছরও কলকাতার একটি নামী হোটেলে অনুষ্ঠিত হতে চলেছে রাই কিশোরী কালেকশনের ক্যালেন্ডার লঞ্চ
তবে এ বছর শুধু টলিউডেরই নয় বলিউডের ও একাধিক পরিচিত মুখ কে দেখা যাবে এই অনুষ্ঠানে মুম্বাইয়ের আরব সাগরের তীরে ওই মুহূর্তে বেশ পরিচিত রাই কিশোরী সেই সুবাদেই মুম্বাই থেকে অনেকে আসছে তার এই অনুষ্ঠানে যোগ দিতে।