আকাশ ইনস্টিটিউট, কলকাতার উদ্যোগে আয়োজিত হল উড়ান ২০২৫ বার্ষিক সম্মাননা অনুষ্ঠান

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

আকাশ ইন্সটিটিউট, কলকাতার উদ্যোগে উড়ান ২০২৫, বার্ষিক সম্মাননা অনুষ্ঠানটি জি.ডি. বিড়লা সভাঘর-এ অনুষ্ঠিত হয়, যার উদ্দেশ্য ছিল ২০২৫ সালের মাধ্যমিক (দশম শ্রেণি) ও উচ্চ মাধ্যমিক (দ্বাদশ শ্রেণি) পরীক্ষায় ছাত্রছাত্রীদের অসাধারণ সাফল্যকে উদযাপন ও সম্মান জানানো।

এই অনুষ্ঠানটি হল এক অগ্রগামী পদক্ষেপ, যার মাধ্যমে শিক্ষাগত উৎকর্ষতা কে স্বীকৃতি দেওয়া এবং অধ্যবসায় ও জ্ঞানের প্রতি আমাদের অটল অঙ্গীকারকে আরও অনুপ্রাণিত করা। উড়ান অনুষ্ঠানের মাধ্যমে আমরা কেবলমাত্র শীর্ষ স্থানাধিকারী ছাত্রছাত্রীদের সম্মানিত করতে চাই না, বরং তাদের নিষ্ঠা ও সাফল্যের উদাহরণ তুলে ধরে অন্যদের ও উৎসাহিত করতে চাই।

এই বছর শুধুমাত্র কলকাতা কেন্দ্রগুলির মধ্যেই, মাধ্যমিক পরীক্ষায় ৪০০-এরও বেশি ছাত্রছাত্রী ৯৫% বা তার বেশি নম্বর পেয়েছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১০০-এরও বেশি ছাত্রছাত্রী ৯৫% বা তার বেশি নম্বর অর্জন করেছে।

আমরা আমাদের ছাত্রছাত্রীদের প্রচেষ্টা ও কৃতিত্বকে সব সময়ই গুরুত্ব দিয়ে থাকি এবং সেই কারণেই আমরা উড়ান সম্মাননা অনুষ্ঠানের সূচনা করেছি।

More From Author

“ইনভেসটিং ইন ইন্ডিয়া” গ্রন্থটি প্রকাশিত হলো বিশিষ্ট আইনবিদ সোম মণ্ডলের

২৪ তম একক চিত্র প্রদর্শনী শুরু হলো “চিত্রশিল্পী মাইকেল বোসের”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *