১৪৩ তম জন্মবার্ষিকী পালিত হল বীর সাভারকরের

Spread the love

নিজস্ব প্রতিনিধি – 

“বীর বিনায়ক দামোদর সাভারকরের বিরূদ্ধে এখনো কুৎসা চালিয়ে যাচ্ছে দেশের কিছু ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল,” এমনটাই মনে করেন ‘বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা’-র সাংগঠনিক সম্পাদক অনন্ত সিনহা রায়।

বীর সাভারকরের ১৪৩ তম জন্মবার্ষিকী পালনের মঞ্চে দাঁড়িয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে শ্রী রায় আরো বলেছেন, “সাভারকর তাঁর জীবদ্দশায় বলে গিয়েছিলেন, দেশের সেনাবাহিনী যদি আক্রমণাত্মক না হয়, তাহলে দেশকে অখণ্ড রাখা ভবিষ্যতে দুষ্কর হয়ে উঠবে। সাভারকরের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে বর্তমানে দেশের সকল নাগরিকদের সামরিক শিক্ষায় শিক্ষিত করার প্রয়াস নেওয়া হয়েছে। শুধু তাই নয় এই মুহূর্তে সাভারকরের দেখানো পথেই হাঁটছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা’-র সদস্য সন্দীপ মুখোপাধ্যায়, সংগঠনের অধ্যক্ষ শম্ভুনাথ গাঙ্গুলী, হিন্দু সৎকার সমিতির অছি পরিষদের সদস্য সঞ্জয় রায় সহ আরো অনেকে।

More From Author

Realme GT 7 Series Unveiled in Kolkata by RG Cellulars with Actress Ritabhari Chakroborty

“রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট” এর ব্যানারে শুরু হল বঙ্গ জ্যোতিষ সম্মান – ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *