এডুকেশন ফেয়ার ২০২৫ অনুষ্ঠিত হলো বহরমপুর রবীন্দ্র সদনে

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

রবিবার বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হলো এডুকেশন ফেয়ার ২০২৫, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন সংস্থা শিক্ষার্থীদের ক্যারিয়ার কাউন্সেলিং-এর সুযোগ নিয়ে হাজির হয়। এই উৎসবে উল্লেখযোগ্য অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিল বিএসএমসি অর্থাৎ বহরমপুর সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট কলেজ।

কলেজের ডিপার্টমেন্ট প্রধান দেবার্ঘ্য চক্রবর্তী জানান, “আমাদের কলেজ কাশিমবাজারের আর্মেনিয়ান চার্চের পাশে অবস্থিত এবং এখানে বি বিএ এবং বি সি এ অনার্স ডিগ্রি কোর্স প্রস্তাব করা হচ্ছে।” তিনি আরও বলেন, “আমরা ১০০% প্লেসমেন্ট সাপোর্ট প্রদান করছি এবং গত বছরের তুলনায় শিক্ষার্থীদের বিভিন্ন নামী কোম্পানিতে চাকরি পাওয়া আমাদের জন্য গর্বের বিষয়।”Img 20250525 wa0069

ছাত্রদের কর্মজীবনের সাফল্য নিশ্চিত করতে বিএসএমসি কলেজ যথাযথ প্রশিক্ষণ ও প্রস্তুতির ওপর গুরুত্ব দিচ্ছে। চক্রবর্তী বলেন, “আমাদের শিক্ষার্থীদের চাকরি নিশ্চিত করার জন্য আমরা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছি। আগামী সেমিস্টার শেষ হলেই, তারা নতুন কর্মস্থলে যোগদান করবেন।”

কলেজের বিশেষত্ব হলো, এখানে দুঃস্থ ছাত্রদের জন্য সরকারি স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করা ছাত্রদের জন্য অতিরিক্ত ছাড়ের সুযোগও রয়েছে। চক্রবর্তী আরও বলেন, “আমরা প্রতিশ্রুতিবদ্ধ লক্ষ্যে পৌঁছাতে এবং ছাত্রদের চাকরির সুযোগ তৈরির জন্য কাজ করছি। Img 20250525 wa0083

বিএসএমসি কলেজটি মাত্র তিন বছরে প্রতিষ্ঠিত হলেও, ইতোমধ্যে মুর্শিদাবাদ জেলার কলেজগুলির মধ্যে একটি শীর্ষস্থানীয় অবস্থানে উন্নীত হয়েছে। এই কলেজে ভর্তি হয়ে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারে, এমনটাই বিশ্বাস করে প্রতিষ্ঠানটি।

More From Author

Tata Steel inaugurates Phase II expansion of Kalinganagar operations

এন এফ আই টি ইউ এর সর্বভারতীয় সভাপতি ড.দীপক জয়সোয়াল কে সন্মাননা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *