নিজস্ব প্রতিনিধি –
গত বছরের এই দিনে, ২৩শে মে ২০২৪ — এক নতুন স্বপ্নের সূচনা হয়েছিল। সেই স্বপ্ন আজ বাস্তবতায় রূপ নিয়েছে।
বর্ষপূর্তির এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন একতা বাগারিয়া, পারমিতা মুন্সি, রাই কিশোরী, বৃন্দা মুখার্জি, অনুরাগ মহতা,অরুন কুমার বাগারিয়া, নিতু সাহা সহ একঝাঁক তারকা ও ডিজাইনার। দোকানের কর্ণধার শ্রীমতি রাখি খৈতান ও বিশাল খৈতান সকলকে ভালোবাসা ও কৃতজ্ঞতা জানালেন৷
এই দিনে অতিথিরা জানালেন, এই জুয়েলারির দোকান আগামী দিনে আরও এগিয়ে যাক, আরও মানুষের মনে জায়গা করে নিক — এটাই আমাদের প্রার্থনা।
বিনায়াকা জুয়েলার্স আজ শুধু একটি দোকানের নাম নয়, এটি হয়ে উঠেছে বিশ্বাসের এক নতুন সংজ্ঞা। এখানে পাওয়া যায় নানা রকম আকর্ষণীয় গহনা,আধুনিক ডিজাইন হোক বা ঐতিহ্যবাহী ছোঁয়া, সবকিছুই আছে এক ছাদের নিচে।
আর সবচেয়ে বড় কথা এখানে গহনার দাম শুরু মাত্র ৯০ টাকা থেকে,চার হাজার, পাঁচ হাজার — আপনার বাজেট যাই হোক, আপনার পছন্দ মতো গয়না আপনি এখানেই পেয়ে যাবেন।
দোকানের কর্ণধার বলেন, আমরা শুধু গয়না বিক্রি করি না, আমরা আপনাদের স্বপ্ন গড়ার সঙ্গী হতে চাই। বর্ষ পূর্তি উপলক্ষে ক্রেতাদের জন্য ছিল নানা রকম আকর্ষণীয় অফার, উপহার ও এক অনন্য অভিজ্ঞতা।