বাণিজ্য নগরী মুম্বাইয়ের একটি জমকালো ফ্যাশন শোতে সকলের মন জিতলেন কলকাতার জনপ্রিয় ডিজাইনার রাই কিশোরী কালেকশনের কর্ণধার শ্যামসুন্দর বসু

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

সম্প্রতি মুম্বাইয়ের একটি পাঁচ তারা হোটেলে হয়ে গেল একটি জনপ্রিয় ফ্যাশন শো মুম্বাই জনপ্রিয় সেলিব্রেটিদের উপস্থিতিতে ছিল চাঁদের হাট এই ফ্যাশন শো তে সবার প্রথমে রেম্পে হাঁটলেন কলকাতার জনপ্রিয় ডিজাইনার রাই কিশোরী কালেকশনের কর্ণধার শ্যামসুন্দর বসু শোস্টপার হিসেবে

Img 20250512 wa0093

উপস্থিত ছিলেন মুম্বাই জনপ্রিয় অভিনেত্রী খুশি গুপ্তা ও সামির খান শিল্পী চোগ বাঙালিয়ানা এর সাথে বেনারসি কালেকশন ও রেট্রলুক এ মডেলও অভিনেতা অভিনেত্রীদের সাজিয়ে তুললেন রাই কিশোরী তিনি জানিয়েছেন মুম্বাইতে কাজ করার অভিজ্ঞতা একদম অন্যরকম সবাই ভীষণ প্রফেশনাল সকাল থেকে প্রচুর মজা করেছেন মেকআপ ভ্যানিটির মধ্যে প্রচুর রিল বানিয়েছেন এবং দুদিনের এই ফ্যাশন উইকে বহুল প্রশংসা নিয়েছেন তিনি

Img 20250512 wa0089


তিনি জানিয়েছেন বরাবরই প্রবাসে বাঙালি শাড়ি এবং বাঙালিয়ানা চাহিদা ভীষণ রকম তাই মুম্বাইতে কাজ করার আনন্দটাই আলাদা পোশাক রাই কিশোরী কালেকশন

ছবি – প্রীতম প্রামানিক

More From Author

পি. সি. চন্দ্র পুরস্কার ২০২৫ দিয়ে সম্মানিত করা হল শ্রী লিয়েন্ডার পেস কে

LIONS Club Of Kolkata MAGNATES কর্তৃক বেলঘোরিয়া টাচ এনজিও কর্মকর্তাদের সংবর্ধনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *