হাওড়ায় জাতীয় লোক আদালত মহাসমারোহে পালিত হলো

Spread the love

নিজস্ব প্রতিনিধি +

সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতে বসেছিল জাতীয় লোক আদালত।হাওড়া জেলা আদালতও তার ব্যতিক্রমী নয়।এদিন হাওড়া জেলা ও দায়রা বিচারক (জেলা আইনী পরিষেবা কেন্দ্রের চেয়ারম্যানও) শ্রী অভিজিৎ সোমের নেতৃত্বে জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সচিব শ্রীমতী সুপর্ণা সরকারের পরিচালনায় বেঞ্চগুলি বসেছিল।জেলার সদর আদালতে ১৬ টি এবং উলুবেড়িয়া মহকুমা আদালতে ৩ টি বেঞ্চ হয়। হাওড়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের অফিস মাস্টার প্রসেনজিৎ ভট্টাচার্য জানান -” এদিন জাতীয় লোক আদালতে নথিভূক্ত মামলার বেশিরভাগ নিস্পত্তি ঘটেছে, এইসব মামলায় অর্থের পরিমাণ কয়েক কোটি টাকার বেশি। আমরা সমাজকর্মী হিসাবে সমাজের বিভিন্নস্তরের ব্যক্তিদের পেয়েছি “। হাওড়া জেলা আদালতে জাতীয় লোক আদালতের ১৬ নং বেঞ্চে জুডিশিয়াল অফিসার শ্রী অসীম দেবনাথ এর নেতৃত্বে তিন সদস্যর বেঞ্চ ছিল।এই বেঞ্চে সমাজকর্মী হিসাবে ‘বেঞ্চ মেম্বার ‘ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের ‘নন এডভোকেট

Img 20250510 wa0057

মিডিয়েটর’ ও ‘আইনী সংবাদদাতা’ মোল্লা জসিমউদ্দিন এবং আইনজীবী দেবলীনা দে। এই বেঞ্চে এসবিআই ব্যাঙ্ক এর পক্ষে ছিলেন প্রণব সাহা,সোমনাথ কর প্রমুখ। এই বেঞ্চে ঋণখেলাপীদের নিয়ে শুনানি চলে। এই বেঞ্চে বেশিরভাগ মামলার নিস্পত্তি ঘটে। এছাড়া ৩ নং বেঞ্চে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক প্লাবন মুখার্জির নেতৃত্বে সিইএসসি মামলা গুলির নিস্পত্তি ঘটে।বেঞ্চ মেম্বার ছিলেন আইনজীবী অনির্বাণ অধিকারী, ট্রান্সাজেণ্ডার বোর্ডের ভাইস চেয়ারপার্সন মানবী বন্দ্যোপাধ্যায় (অধ্যক্ষা- ঢোলা মহাবিদ্যালয় )। হাওড়া জেলা আদালতের অন্যান্য বেঞ্চে ট্রাফিক আইন, মানি স্যুট, টাইটেল স্যুট,ব্যাংক, এনজিআর,বিদ্যুৎ, টাইটেল স্যুট,বন্ধন ব্যাঙ্ক প্রভৃতি বিষয়ক মামলার নিস্পত্তি ঘটে।

More From Author

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করলো রাজপুর- সোনারপুর ২১ নম্বর ওয়ার্ড এর এডভাইজারি কমিটি

বং সিনেমাটিকের উদ্যোগে হয়ে গেল বঙ্গসন্তান – ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *