বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবন এ আয়োজিত হল বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস। আলোচ্য বিষয় ছিল “সংবাদপত্র কি সত্যিই স্বাধীন?” এ ছাড়াও ছিল আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন আত্মবোধানন্দজী মহারাজ। উদ্বোধনী সংগীতে রিমি দে পাত্র। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংশুক প্রামানিক। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখর সেনগুপ্ত। ডানকুনি প্রেস ক্লাবের সভাপতি দুর্গাদাস বন্দোপাধ্যায়, বিশিষ্ট সাংবাদিক শ্যামলেন্দু মিত্র, ডঃ অনিমেষ শাস্ত্রী, ভোলা সামুই, শিক্ষাবিদ ডঃ বিবেকানন্দ চক্রবর্তী, মলয় কুমার পাল, সাংবাদিক ও পরিবেশবিদ সোমেন্দ্রমোহন ঘোষ। এদিনের অনুষ্ঠান মঞ্চে শহর কলকাতার বিশিষ্ট সাংবাদিকদের কলম সৈনিক সন্মাননা প্রদান করা হলো। সেইসাথে উত্তরীয় ও সার্টিফিকেট তুলে দেওয়া হল উপস্থিত সাংবাদিকদের। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডঃ অভেদানন্দ পানিগ্রাহী।

More From Author

কলম সৈনিক’ সম্মান পেলেন সাংবাদিক মোল্লা জসিমউদ্দিন

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ’, ৪ মে ২০২৫, রবিবার রাত ১০ টায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *