কৃষ্ণনগরে এমপিজে জুয়েলার্স-এর নতুন শোরুম উদ্বোধন

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

বাংলার অন্যতম বিশ্বস্ত গহনার ব্র্যান্ড এমপিজে জুয়েলার্স আজ কৃষ্ণনগরে তাদের নতুন শোরুম এর গ্র্যান্ড ওপেনিং উদ্বোধনের মাধ্যমে আরও এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করল। এই রঙিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় বাংলা অভিনেত্রী কৌশানি মুখার্জি এবং সকলের প্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও কমেডিয়ান কিরণ দত্ত ওরফে বং গাই, যিনি কৃষ্ণনগরের ছেলে হিসেবে এই শহরের সঙ্গে এক বিশেষ সম্পর্ক ভাগ করে নেন।

উদ্বোধনী অনুষ্ঠানের নেতৃত্ব দেন এমপিজে জুয়েলার্স-এর কর্ণধার শ্রী সৌমিক রায় চৌধুরী, তার দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বে ব্র্যান্ডের সম্প্রসারণ এবং শ্রেষ্ঠত্বের যাত্রায় আরও একটি মাইলফলক চিহ্নিত করে। নতুন শোরুমে থাকছে চিরন্তন ডিজাইনের সঙ্গে আধুনিকতার ছোঁয়া যা ঐতিহ্য ও নান্দনিকতার এক অপূর্ব মিশ্রণ।

1000026728

উদ্বোধনী মঞ্চ থেকে কৌশানি মুখার্জি বলেন, “গহনা এমন এক শিল্প, যা আবেগ, স্মৃতি ও মুহূর্ত কে ধারণ করে। এমপিজে জুয়েলার্স সেই জাদুকরী ছোঁয়া টুকু বোঝে — আর আজ কৃষ্ণনগরে এসে মনে হচ্ছে যেন গোটা শহরের ঝলকটা এই শোরুমে ধরা পড়েছে!”
কিরণ দত্ত বলেন, “আমি কৃষ্ণনগরের ছেলে। এখানে এমপিজে জুয়েলার্স-এর এত সুন্দর একটি শোরুম খোলাটা সত্যিই গর্বের বিষয়। মনে হচ্ছে যেন নিজের শহরে আলো ফেরত এসেছে!”

এই বিশেষ মুহূর্তে শ্রী সৌমিক রায় চৌধুরী বলেন, “কৃষ্ণনগর তার শিল্প, সংস্কৃতি ও কারুকার্যের ঐতিহ্যের জন্য প্রসিদ্ধ — আর সেই মূল্যবোধগুলির সঙ্গে আমরা এমপিজে জুয়েলার্স-এ আত্মিক ভাবে যুক্ত। এই প্রাণবন্ত শহরের অংশ হতে পেরে আমরা গর্বিত এবং এখানকার মানুষের জীবনের বিশেষ মুহূর্তগুলি উদযাপন করার অপেক্ষায় রয়েছি।”

এই নতুন শোরুমের মাধ্যমে এমপিজে জুয়েলার্স শুধুমাত্র গহনার ঝলক নয়, বরং স্বপ্ন বোনা, ঐতিহ্যকে উদযাপন ও সম্পর্কের বন্ধন গড়ে তোলার এক অনবদ্য যাত্রা চালিয়ে যাচ্ছে।

More From Author

First lifestyle magazine for Men – “Purush Parban

Bandhan Bank opens 16 new branches across 5 states in India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *