নিজস্ব প্রতিনিধি –
টাটা গ্রুপের অন্যতম জনপ্রিয় গয়নার ব্র্যান্ড তনিশ্ক্ কলকাতার কাঁকুড়গাছি স্টোরের ২৫তম বার্ষিকী উদযাপন করছে। গত আড়াই দশক ধরে কাঁকুড়গাছিতে তনিশ্ক্- এর এই যাত্রা গ্রাহকদের ভরসা, নিখুঁত কারুকাজ এবং চিরন্তন আভিজাত্যের এক দুর্দান্ত উদাহরণ। এই বিশেষ মুহূর্তকে আরও রঙিন করে তুলতে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্যাতনামা অভিনেত্রী, সোহিনী সরকার।
এই বিশেষ মুহূর্ত উদযাপন করতে, তনিশ্ক্ কাঁকুড়গাছি স্টোরে গ্রাহকদের জন্য এক সম্ভারের আয়োজন করা হয়েছে! প্রায় ৮,০০০ বর্গফুট জুড়ে ছড়িয়ে থাকা এই স্টোরে তনিশ্ক্-এর অনবদ্য গয়নার সংগ্রহ ঘুরে দেখার সুযোগ পাবেন সবাই। এখানে মিলবে চমকপ্রদ সোনার গয়না, ঝলমলে প্রাকৃতিক হীরের কালেকশন, কুন্দন, পোলকি এবং স্টাডেড সলিটেয়ার গয়নার অসাধারণ ডিজাইন।
উদযাপনের অংশ হিসেবে, তনিশ্ক্ কাঁকুড়গাছি স্টোরে পাওয়া যাবে রাজকীয় দরবার, মহল এবং ভারতের ঐতিহ্য থেকে অনুপ্রাণিত নতুন উৎসব কালেকশন ‘নব-রানী’। এছাড়াও, গ্রাহকরা দেখতে পাবেন ‘কালাই’ কালেকশনের অসাধারণ বালা, আর ‘দোর’ কালেকশনের বিশেষ মঙ্গলসূত্র, যা হিন্দু বিয়ের পবিত্র উপাদানগুলোর অনুপ্রেরণায় তৈরি। স্টোরে আরও রয়েছে প্রতিদিনের জন্য স্টাইলিশ এবং আধুনিক গয়না কালেকশন- ‘গ্ল্যামডেজ’ এবং ‘স্ট্রিং ইট’। তাছাড়া, বিয়ের জন্য বিশেষ ‘রিভাহ্ বাই তনিশ্ক্’ সাব-ব্র্যান্ডও পাওয়া যাবে, যেখানে রয়েছে ভারতীয় বিয়ের ঐতিহ্যকে উদযাপন করার জন্য হাতে বানানো নান্দনিক গয়নার কালেকশন।

অনুষ্ঠানে শ্রী অলোক রঞ্জন, সার্কেল বিজনেস হেড, তনিশ্ক্ বলেন, “কাঁকুড়গাছি স্টোরের ২৫ বছর পূর্তি আমাদের জন্য সত্যিই গর্বের বিষয়। তনিশ্ক্-এর ভরসা এবং উৎকর্ষতার যাত্রায় এই স্টোর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমাদের প্রিয় গ্রাহকদের ভালোবাসা এবং সমর্থন ছাড়া এটা সম্ভব হতো না—তাঁরাই তনিশ্ক্-কে তাঁদের জীবনের বিশেষ মুহূর্তের অংশ বানিয়েছেন। ভবিষ্যতেও ঐতিহ্য এবং আধুনিকতার মিশেলে দুর্দান্ত গয়না এবং সেরা কেনাকাটার অভিজ্ঞতা দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকব।”
তনিশ্ক্ গত তিন দশক ধরে উন্নত কারুকাজ, এক্সক্লুসিভ ডিজাইন এবং দুর্দান্ত প্রোডাক্ট কোয়ালিটির প্রতীক হয়ে উঠেছে। সারা দেশে শক্তিশালী রিটেল নেটওয়ার্কের মাধ্যমে তনিশ্ক্ গয়না কেনাকাটার অভিজ্ঞতাকে নতুন মাত্রা দিচ্ছে। এখানে পাবেন খাঁটি এবং সার্টিফাইড সোনা ও হীরের গয়না, যেখানে সব সময়ই থাকবে ব্র্যান্ডের ভরসা এবং স্বচ্ছতার প্রতিশ্রুতি।
তনিশ্ক্ কাঁকুড়গাছি স্টোরে আসুন এবং এই আনন্দের অংশ হয়ে উঠুন! এখানে পাবেন ভারতীয় ঐতিহ্য এবং আধুনিক আভিজাত্যের সুন্দর মিশেলে গড়ে ওঠা আকর্ষণীয় ডিজাইনের গয়না।
এমন চিরন্তন ডিজাইন, যা তুলে ধরে ভারতীয় ঐতিহ্য এবং আধুনিক আভিজাত্যের সুন্দর মেলবন্ধন।