বেঙ্গল ভ্যালেন্টাইন শীর্ষক একটি ফ্যাশন শো গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে সম্প্রতি

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

বসন্ত এলেই প্রেমের সপ্তাহ শুরু হয়। আর প্রেমের সাথে ফ্যাশন অঙ্গাঙ্গি ভাবে জড়িত। বেঙ্গল ভ্যালেন্টাইন শীর্ষক একটি ফ্যাশন শো গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে।
এই বিষয়ে উদ্যোক্তা তথা স্বিজিৎ প্রোডাকশনের প্রতিষ্ঠাতা সায়ন্তনী কোলে বলেন, প্রথমবর্ষে এমন উদ্যোগে শামিল হয়েছেন লেখক, অধ্যাপক, গৃহবধূ কিংবা অন্য কোনও পেশার সঙ্গে যুক্ত মহিলারা। প্রায় এক মাস ধরে মডেলিংয়ের ট্রেনিং দেওয়া হয়েছে এই সব মহিলাদের। আগামী ১৬

ফেব্রুয়ারী এই অনুষ্ঠানে যে কোনো উচ্চতা, দৈহিক গঠন ছাড়াই বিভিন্ন বয়সের মহিলারা মঞ্চে পা মেলাবেন।
রবিবার সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চলচিত্র পরিচালক অনিন্দ্য সরকার, তথাগত ভট্টাচার্য, শিক্ষাবিদ ব্রততী ভট্টাচার্য ও নৃত্যশিল্পী তন্নী চোধুরী।
স্বিজিৎ প্রোডাকশনের সহ প্রতিষ্ঠাতা বিজিৎ গুপ্ত জানান, স্বিজিৎ প্রোডাকাশনের পক্ষ থেকে এমন উদ্যোগ আগামী দিনে রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী ১৬ তারিখ ফাইনালে রূপান্তরকামী সমাজের বহু মানুষ মডেল হিসাবে উপস্থিত থাকবেন।

More From Author

Senco Gold & Diamonds supported Gallery Gold showcase its 9th Edition of ‘Strokes & Strikes’-Painting Exhibition to promote budding Artists

Usha Restaurant Brings the Essence of Dhaka to Kolkata with Dhakai Food Pop-Up

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *