পুস্তক প্রকাশ মনের অজানা রহস্যের খোঁজে ‘অন্দরের ঘর, বাইরের ঘর’

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

আমাদের মনের এমন অনেক কিছু বিষয় রয়েছে যেটা অনেকের কাছেই অজানা, রহস্যময় এবং তা নিয়েও অনেকের মধ্যে রয়েছে বেশ কিছু ভ্রান্ত ধারনাও। মনের সেই অজানা অনুভূতির খোঁজ বা সুলুক সন্ধান দিতে ‘অন্দরের ঘর,বাইরের ঘর’ নামে পুস্তক রচনা করেছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডা. দেবাঞ্জন পান। দর্শন, মনস্তত্ত্ব, স্নায়ুবিজ্ঞান ও মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের এক মেলবন্ধন লেখাগুলোর মধ্যে আমরা দেখতে পাই। মনকে বোঝার, জানার বা তার হদিশ পাওয়ার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ডা. পান খুব সহজ ও সাবলীল ভাবে ব্যাখ্যা করেছেন। প্রকাশক ভাষা সংসদ ও মাইন্ড সেটের উদ্যোগে বিধাননগর ঐকতান অডিটোরিয়ামে বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন দুই বিশিষ্ট সাহিত্যিক শঙ্করলাল ভট্টাচার্য ও প্রচেত গুপ্ত এবং ড. নির্মল কুমার ইন্দ্র। তাঁরা জানান, নানা দৃষ্টিকোণ থেকে মনের সমস্যা দেখা বা বোঝার এক অমূল্য সংকলন এই বইটি। লেখক ডা. দেবাঞ্জন পান

বলেন, মনকে আমরা একটা বায়বীয় বস্তু হিসাবে ভাবি। কিন্তু মনের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, সেখানে মস্তিস্ক ও ব্রেনের একটা বড় ভুমিকা রয়েছে। তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসাবে সেটাই তুলে ধরতে চেয়েছেন। প্রকাশক সাহিত্যিক বিতস্তা ঘোষাল বলেন, পান্ডুলিপি হিসেবে লেখাগুলো যখন পড়েন তখন মনের মধ্যে নানা প্রশ্নের তিনি উত্তর খুঁজে পান এবং সিদ্ধান্ত নেন বইটি তিনি করবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাষা সংসদের সহ-সম্পাদক বিবেক চট্টপাধ্যায়,মৌসুমি দে, মাইন্ডসেটের সি ই ও শ্রেয়সী চ্যাটার্জি, ড. প্রিয়াঙ্কা পল সহ বহু বিশিষ্ট ব্যক্তি ।
প্রসিদ্ধ সঙ্গীতশিল্পী ইন্দ্রানী ভট্টাচার্যের রবীন্দ্রসঙ্গীত ও লেখক দেবাঞ্জন পানের কবিতা আবৃত্তি অনুষ্ঠানে অন্য মাত্রা এনে দেয়।সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অদিতি চক্রবর্তী

More From Author

Usha Restaurant to Host a Grand “Borsho Boron Feast” to Welcome the New Year m

Mahindra Auto sells 41424 SUVs, a growth of 18% and total volumes of 69768, a growth of 16% in December 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *