ডালখোলা উত্তর দিনাজপুরে পালিত হল মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প

Spread the love

এস, দত্ত ডালখোলা –

ন্যাশনাল সেলস এন্ড এজেন্সি এন্ড এগ্রি নেশনের উদ্যোগে ডালখোলা উত্তর দিনাজপুর পূর্নিয়া মোড়ে হয়ে গেল অষ্টম তম মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প। সব মিলিয়ে প্রায় ২৫০ জন

রক্তদাতা রক্ত দান করলেন এই মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পে।
আয়োজক সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন শ্রী সঞ্জয় কুমার গুপ্তা, শ্রী মৃত্যুঞ্জয় কুমার ও শ্রী উজ্জ্বল গুপ্তা সহ ডালখোলার পৌরপিতা শ্রী স্বদেশ সরকার প্রমূখ। সমগ্র অনুষ্ঠানের সহযোগিতা ছিলো লায়ন্স ক্লাব অফ ডালখোলা ইউথ।

More From Author

Emami Realty Unveils Emami Aamod Ultra Luxe Bespoke Residences offering top class city amenities along with the serenity of a natural Waterbody

All-Women Squad of Pacers will lead the 10K at Tata Steel World 25K, Defence Forces take up the role of Pacers for the 25K

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *