হাওড়ার গর্ব’ (Howrah Garv) রূপে সম্মানিত হতে চলেছেন সরকারী আধিকারিক পাঞ্চালি মুন্সী

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

আগামীকাল অপরাহ্ণে গীতাঞ্জলি আয়োজিত তৃতীয় ‘হাওড়া রত্ন সম্মান ২০২৪’ (Howrah Ratna Samman 2024)-এর মঞ্চ থেকে অভিনেত্রী অপরাজিতা আঢ্য, কণ্ঠসঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী, প্রাক্তন ফুটবল খেলোয়াড় বিকাশ পাঁজি-র পাশাপাশি সম্মানিত করা হবে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী (Mrs. Panchali Munshi, Joint Commissioner of Revenue, Directorate of Finance, Government of West Bengal)-কে।

‘গীতাঞ্জলি’-র পক্ষ থেকে জানানো হয়েছে, “সরকারী কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঞ্চালি মুন্সী-কে ‘হাওড়া গর্ব’ রূপে সম্মানিত করা হবে। বলে রাখা ভালো, ২০০১ সালের ডাব্লু বি সি এস আধিকারিক পাঞ্চালি মুন্সী-র কর্মজীবনের শুরু হয়েছিল হাওড়া জেলাতেই, বর্তমানে তিনি হাওড়া জেলাতেই রাজস্ব বিভাগের যুগ্ম আয়ুক্ত রূপে কর্মরত।
কর্মজীবনের বিভিন্ন সময়ে পাঞ্চালি মুন্সী পশ্চিমবঙ্গ সরকারের বদান্যতায় ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব সিঙ্গাপুর’, বৃহত্তর দিল্লীর ‘ও পি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি’ এবং ‘আই আই এম জোকা’ থেকেও প্রশিক্ষণ লাভ করেছেন।

প্রশাসনিক কর্মকাণ্ডের পাশাপাশি তাঁত ও বয়ন শিল্পের উপর তাঁর আগ্রহ চোখে পড়ার মতো। আধুনিক কালের নকশাকার হিসেবেও ধীরে ধীরে জনমানসে পাঞ্চালি মুন্সী পরিচিতি লাভ করছেন।

More From Author

শুটিং সমাপ্ত হলো আপকামিং বাংলা ছায়াছবি আনন্দীর

মিআ বাই তনিশ্ক্ কলকাতায় গ্রাহকদের সম্মান জানাতে এক বিশেষ সন্ধ্যার আয়োজন করল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *