দ্বিতীয় বার্ষিকী উৎসব আয়োজনে ওম সাহিত্য কুটির পরিবার

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্টে অনুষ্ঠিত হয়ে গেল ওম্ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে ওম সাহিত্য কুটির পরিবারের দ্বিতীয় বার্ষিকী উৎসব। ওম্ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ সুরেশ কুমার আগরওয়াল-এর সুচিন্তিত উপদেশের মাধ্যমে অনুষ্ঠানটি সংগঠিত হয়েছিল বৈকাল ৩ ঘটিকা থেকে সাত ঘটিকা অবধি।
উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি তথা অনুষ্ঠানের সভাপতি মাননীয় শ্রী বৈজয়ন্ত রাহা। উপস্থিত ছিলেন লিটিল ম্যাগাজিন ফোরামের সম্পাদক ও অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় পিনাকী বসু। উপস্থিত ছিলেন বিশিষ্ট অনুবাদিকা মাননীয়া রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিলেন প্রিয় কবি কৌশিক গাঙ্গুলী, উপস্থিত ছিলেন কবি তথা বাচিক শিল্পী দেবাশীষ সেনগুপ্ত, উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি প্রবীর কুমার চৌধুরী, উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি রূপা চক্রবর্তী।
ওম্ সাহিত্য কুটির পরিবার কলকাতার গণ্ডি পেরিয়ে সুদূর আসাম সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, প্রায় কুড়িটি জেলায় পৌঁছে গেছে ওম সাহিত্য কুটির পরিবারের সদস্য তথা ওম্ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে পরিচালিত ওম্ সাহিত্য কুটির পরিবারের আন্তর্জাতিক সাহিত্য সংকলন পত্রিকা ওম্ সাহিত্য পত্রিকা। বার্ষিক সংখ্যা শরৎ সারথি

পত্রিকায় আদি যুগ থেকে আধুনিক যুগের কবিতা প্রবন্ধ পত্র সাহিত্য প্রভৃতির যুগ হিসেবে যে ধারাবাহিকতা তার নিদর্শন সম্বলিত এই গ্রন্থ। তার সাথেই পরিবেশিত হয়েছে একই আঙ্গিকে ১৫ জন শিশু কিশোরদের লেখা সাহিত্য ও পাঁচজন শিশু কিশোরের অঙ্কনের মধ্য দিয়ে গ্রন্থের সমন্বয় সাধন হয়েছে। বার্ষিক সংখ্যা তথা পুজো সংখ্যায় একই সাথে পরিবেশন হয়েছে কবিতা গান প্রবন্ধ বড় গল্প অনুগল্প রহস্য গল্প রম্য রচনা শরীর ও সুস্বাস্থ্য ভ্রমণের টুকিটাকি শিশু কিশোরদের লেখা অঙ্কন ও ফটোগ্রাফি পত্র সাহিত্য ও নাটক। গ্রন্থটি প্রকাশিত হয় । ওম্ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর নিজস্ব প্রকাশনা বিভাগ থেকে। ওম্ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর প্রকাশনা বিভাগ প্রকাশিত করে চলেছে তাদের নিজস্ব পত্রিকা বা গ্রন্থ বাদে বিশিষ্ট জনের গল্প কবিতা প্রবন্ধ ছড়া উপন্যাস গবেষণা ও প্রবন্ধ ভৌতিক কাহিনী গোয়েন্দা কাহিনী অনুবাদ আত্মজীবনী স্মৃতিচারণ গ্রন্থ ইত্যাদি প্রকাশনা হয়ে থাকে। উদ্বোধনী সংগীত ও সভাপতির ভাষণ এবং সম্পাদকের সংক্ষিপ্ত ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ‌। ওম্ সাহিত্য কুটির পরিবারের বার্ষিক সংখ্যার মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রারম্ভ। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের সময়োচিত ও পরিবারের মঙ্গলার্থে সুচিন্তিত মতামত ও তাদের মুখে একটি করে কবিতা পাঠ অনুষ্ঠানকে মনোজ্ঞ করে তুলেছিল। উপস্থিত কবি শিল্পীদের মধ্য থেকেও কয়েকজন কবিতা পাঠ এবং বাৎসরিক সংখ্যায় প্রকাশিত লেখক লেখিকা ও শিল্পীদের হাতে সম্মাননা প্রদান। সবশেষে পরিবারের সকলের একসাথে ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি।

More From Author

১৩তম বঙ্গ গৌরব অনন্য সম্মান

Godrej Properties acquires ~53-acre of land in Joka, Kolkata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *