গড়িয়াহাট শাখায় মহা ধুমধামে পালন করা হলো আয়ুর্বেদের দেবতা ধন্বন্তরীর জন্ম জয়েন্তী

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

‘ব্রহ্মা আয়ুর্বেদ’ এর গড়িয়াহাট শাখায় মহা ধুমধামে পালন করা হলো আয়ুর্বেদের দেবতা ধন্বন্তরীর জন্ম জয়ন্তী। এই উপলক্ষ্যে ৩০ অক্টোবর বুধবার, বিশেষ পুজোপাঠ ও হোম যজ্ঞের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গড়িয়াহাট শাখার চিকিৎসক, রুগী ও শুভানুধ্যায়ী।

‘ব্রহ্মা আয়ুর্বেদ’ এর গড়িয়াহাট শাখার প্রতিষ্ঠা হয় ২০২১ সালে। এই কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসকরা ডায়াবেটিস, কিডনির সমস্যা, পেটের সমস্যা, অস্থি, স্নায়ু, হৃদযন্ত্র, শিশু রোগ এমনকি ক্যান্সারের চিকিৎসাও করে থাকেন।

‘ব্রহ্মা আয়ুর্বেদ’ এর শাখা সমন্বয়কারী নীনা ভট্টাচার্য্য বলেন, “এই সংস্থার মূল উদ্দেশ্য হলো প্রাচীন শাস্ত্রকে কেন্দ্র করে রুগীর চিকিৎসা করা। সেই জন্য বৈদিক পদ্ধতিতে নাড়ী পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসা করেন এই কেন্দ্রের চিকিৎসকরা।”
যোগাযোগ : ৮৯১০৯৪১৯৯২

More From Author

উন্মোচিত হল ২৪ পল্লী চেতলা দশমহাবিদ্যার মাতৃমূর্তি

বিধায়ক বাইরন বিশ্বাস তার পিতার স্মৃতিতে এম্বুলেন্স দান করলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *