নব যুবক সংঘ কালী পুজো কমিটির আয়োজনে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন

Spread the love

নিজস্ব প্রতিনিধি

নব যুবক সংঘের কালীপুজো যা সারা ভারত বর্ষ তথা বিশ্বে ফাটাকেষ্ট কালীপুজো নামে বিখ্যাত। বিগত ছয় দশকেরও বেশি সময় ধরে এই পুজো হয়ে চলেছে। বহু তারকা এই পুজোতে এসেছেন আশীর্বাদ নিতে এবং পুজো উদ্বোধন করতে। নব যুবক সংঘ কালী পুজো ছাড়াও সারা বছর বিভিন্ন সামাজিক কাজে অবতীর্ণ হয়ে থাকে কিন্তু এবছর তাদের ভাবনায় এক নতুন পরিকল্পনা এসেছে সেটা হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার মেলা। রবিবার ২০শে অক্টোবর,২০২৪, ৫০ বি কেশব চন্দ্র সেন স্ট্রিট, কলকাতা – ৭০০০০৯ সকাল ৮.৩০ টায় এই স্বাস্থ্য পরীক্ষার মেলা অনুষ্ঠিত হতে চলেছে।
নব যুবক সংঘ (ফাটাকেষ্ট কালী পূজা) পরিচালিত – সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য মেলাতে চিকিৎসকের অনুমতিক্রমে যে সকল টেস্ট আপনি এখানে সম্পূর্ন বিনামূল্যে করাতে পারবেন সেগুলি হল- সুগার (ফাস্টিং, পি.পি, রেন্ডাম), লিপিড প্রোফাইল, ইউরিক অ্যাসিড, HbA1C, হিমোগ্লোবিন, থাইরয়েড প্রোফাইল, এল.এফ.টি, ই.সি.জি, ফ্যাটি লিভার ইনডেক্স, এন.টি-প্রো বি.এন.পি, বি. এম. ডি, পি. এফ. টি, নিউরোপ্যাথি, ফিজিওথেরাপি, অডিওমেট্রি, ইউরোফ্লোমেট্রি ও অন্যান্য।
এছাড়াও স্বাস্থ্য পরীক্ষা করার জন্য উপস্থিত থাকছেন কলকাতার বিখ্যাত সরকারি ও কর্পোরেট হাসপাতালের যে সকল বিভাগীয় বিশেষজ্ঞ চিকিৎসক তাঁরা হলেন- কার্ডিওলজিস্ট, গাইনোকোলজিস্ট, ডেন্টিস্ট, স্কিন স্পেশালিস্ট, ই এন টি স্পেশালিস্ট, চাইল্ড স্পেশালিস্ট, অর্থোপেডিক, ফিজিওথেরাপিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, নিউরোলজিস্ট এবং জেনারেল ফিজিশিয়ান, সাইক্রিয়াটিস্ট, চাইল্ড কাউন্সেলিং।চিকিৎসাধীন যে কোন ব্যক্তির পূর্বতন চিকিৎসকের লিখিত প্রেসক্রিপশনে উল্লিখিত টেস্ট এখানে গ্রহণ যোগ্য। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো যে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য ভর্তুকি হারে গুরুতর রোগীদের ডায়ালাইসিস চিকিৎসা এবং ICCU শয্যা প্রদানের দুটিরও বেশি বিখ্যাত হাসপাতালের সাথে চুক্তি করা হয়েছে যা কর্মসূচি চলাকালীন ঐসব হাসপাতালের নাম প্রকাশ করা হবে। ২৯শে অক্টোবর, ২০২৪, মঙ্গলবার সন্ধ্যা ৬.৩০টায় আচার ও আশীর্বাদের সহিত নব যুবক সঙ্ঘের যা ফাটা কেষ্টর কালী পূজা কালীপুজো নামে খ্যাত তার শুভ উদ্বোধন সম্পন্ন হবে ।

More From Author

TRUST Mutual Fund Unveils TRUST MF Small Cap Fund: Aiming to Unlock Growth in India’s Emerging SmallCap Segment

ITC Sunrise Spices Introduces a New Food & Travel Series ‘Sunrise Bhojonbilashi’ in partnership with Hoichoi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *