আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনে কোলকাতায় মন্দাকিনী

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

অন্যতম প্রখ্যাত আলোকচিত্রী অনুপম হালদার-এর ১০ ম একক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষ্যে ঝটিকা সফরে কোলকাতা ঘুরে গেলেন বলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর বরিষ্ঠ অভিনেত্রী তথা নায়িকা মন্দাকিনী।
কোলকাতার ‘অ্যাকাডেমী অব ফাইন আর্টস’-এর নর্থ, সাউথ, নিউ সাউথ এ এবং বি গ্যালারিতে ‘মা আসছে’ নামাঙ্কিত এক আলোকচিত্র প্রদর্শনী উপলক্ষ্যে আজ কোলকাতায় আসেন মন্দাকিনী।

টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম অভিনেত্রী পাওলি দাম, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী এবং আলোকচিত্রী অনুপম হালদার-এর পাশে দাঁড়িয়ে প্রদীপ জ্বালিয়ে আলোকচিত্র প্রদর্শনী ‘মা আসছেন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্দাকিনী।

আলোকচিত্রী অনুপম হালদার জানিয়েছেন, “আগামীকাল রাত ৮ টায় শেষ হবে দুদিনের এই আলোকচিত্র প্রদর্শনী। দেড় শতাধিকের বেশি আলোকচিত্র নিয়ে চলছে এই প্রদর্শনী। উৎসাহী ব্যক্তিরা নিখরচায় এই প্রদর্শনীর আনন্দ নিতে পারবেন।”

More From Author

শারদীয়ার প্রাক্কালে দমদম নাগেরবাজার যশোর রোডের কাছে শুরু হল BDA ডান্স একাডেমি

Sunrise Spices Brings the Spirit of Pujo with Ghore Ghore Durga Contest

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *