“প্রাত্যহিক জীবনে স্বামীজীর বেদান্ত” প্রকাশ পেল মহালয়া দিন

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

কলকাতার ওয়াই এম সি এ সভাঘরে আয়োজিত এক অনুষ্ঠানে, স্বামী সোমানন্দ মহারাজ, বিবেকানন্দের ছবির পদপ্রান্তে বইটি উৎসর্গ করেন। মহালয়ার পুণ্য তিথিতে মোড়ক উন্মোচন হল স্বামী যোগস্বরূপানন্দ মহারাজের ‘প্রাত্যহিক জীবনে স্বামীজীর বেদান্ত’ বইটির।

২০২৩ সালের ১৮ জুন থেকে ৮ অক্টোবর পর্যন্ত ‘স্বামী বিবেকানন্দের বেদান্ত ও তার ব্যবহারিক প্রয়োগ’ বিষয়ে স্বামী যোগস্বরূপানন্দ মহারাজের অনলাইন ক্লাসের আলোচনাগুলো লিখিত আকারে এই বইয়ে প্রকাশ করা হয়েছে। যোগস্বরূপানন্দ মহারাজের বক্তব্যের অনুলিপি প্রস্তুত করেন তৎকালীন হায়দরাবাদ নিবাসিনী অনামিকা ভট্টাচার্য এবং ভিডিও সংগ্রহ করেন কলকাতা নিবাসিনী জয়শ্রী দাস।

এটি গতানুগতিক কোন বেদান্তের গ্ৰন্থ নয়। স্বামীজি যেভাবে বেদান্তকে সাধারণ মানুষের উপযোগী করে পরিবেশন করেছেন, তাকে গ্ৰহণ ও উপলব্ধি করে প্রত্যেকের জীবনে প্রয়োগ করার পথ দেখানো হয়েছে এই বইটিতে।

রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুড়-এর ১৯৯১-৯৪ বর্ষের ছাত্রদের আর্থিক সহায়তায় কলকাতার ‘সন্ধ্যা প্রকাশন’ থেকে প্রকাশিত হয় এই গ্রন্থ।

More From Author

কলকাতা হাইকোর্টের ‘মিডিয়েশন’ প্রশিক্ষণে সূযোগ পেলেন পূবের কলম পত্রিকার আইনী সংবাদদাতা মোল্লা জসিমউদ্দিন

ITC Sunrise Spices’ unique Spice Art Campaign Honors Womanhood 66 Pally

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *