পলিমারের উপর বৈজ্ঞানিক ভাবে গবেষণা করে চলেছেন বাঙালি অধ্যাপক মৃণাল ঠাকুর

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

পলিমারের উপর বৈজ্ঞানিক ভাবে গবেষণা করে চলেছেন বাঙালি অধ্যাপক মৃণাল ঠাকুর। কিন্ত নোবেল থেকে বঞ্চিত হওয়ায় একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর নথিকে যথাযথ কৃতিত্ব না দেওয়ার জন্য নোবেল কমিটির উপর জনসাধারণের চাপ বাড়ছে বলে মত প্রকাশ করেছেন। এক বিবৃতিতে অধ্যাপক মৃণাল ঠাকুর বলেন, রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস (আরএসএএস) একমত যে 2000 সালের রসায়নে নোবেল পুরস্কারের মৌলিক বৈজ্ঞানিক অনুমানটি ভুল এবং মৌলিক স্তরে চুরির ঘটনা ঘটেছিল ২০১৪ সালে। বর্তমানে অবার্ন ইউনিভার্সিটির (USA) ফটোনিক ম্যাটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরির ডিরেক্টর হিসেবে কর্মরত, প্রফেসর ঠাকুর ২৩ বার বৈজ্ঞানিক একাডেমিয়া রসায়নে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ঠাকুরের সমীকরণ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে কারণ লেজার পালস তীব্রতার উপর নির্ভর করে সুপার-রেজোলিউশনের পরিমাণগত পরিমাপ প্রদান করে ননলাইনার অপটিক্সের উপর তার বৈজ্ঞানিক তত্ত্বের উপর ভিত্তি করে। পরিবাহী পলিমারের উপর নোবেল পুরষ্কার সম্পর্কে, ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রদর্শিত হয়, “পরিবাহী পলিমারের মূল বৈশিষ্ট্য হল পলিমারের মেরুদণ্ডের সাথে সংযুক্ত দ্বিগুণ বন্ধনের উপস্থিতি। সংযোজনে, কার্বন পরমাণুর মধ্যে বন্ধনগুলি পর্যায়ক্রমে একক এবং দ্বিগুণ হয়।” দিল্লিতে নোবেল কমিটির সমালোচনার পাশাপাশি অধ্যাপক ঠাকুর কলকাতায় ঘটে যাওয়া আরজিকর -এর প্রতিবাদে তীব্র নিন্দা ও বিচারের দাবি জানান।

More From Author

পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ইঞ্জিনিয়ার দের সংগঠন “প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের” পক্ষ থেকে কলকাতার মর্যাদাপূর্ণ ভাবে পালিত হল ইঞ্জিনিয়ার দিবস

Sleepfresh Mattress expands its retail footprint, launches 6 new Showrooms across West Bengal, Bhutan and Chhattisgarh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *