সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হলো দীঘায়

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

নিউ দীঘার সমুদ্র সৈকতের কাছে এক বিলাসবহুল পাঁচতারায় সঙ্গীত শিল্পী রাখী দত্ত ও রূপসা দত্তের কণ্ঠে পরিবেশিত হল জমকালো সঙ্গীতানুষ্ঠান। শনিবার এই

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের রাজস্ব দফতরের অধিকারিক অনুপম হালদার ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক পাঞ্চালি মুন্সি। এদিন বৃষ্টি স্নাত মনোরোম পরিবেশে রূপসা ও রাখির কণ্ঠে সংগীত মন মাতালো

উপস্থিত শ্রোতাদের। কখনো তাঁর একক সংগীত আবার রূপসার সঙ্গে তাঁর গলা মিলিয়ে দ্বৈত কণ্ঠ মন ছুঁয়ে গেল। এই সংগীত অনুষ্ঠানের পাশাপাশি অনুপম হালদার তাঁর অফিসের এক সহকর্মীর হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন।

More From Author

Amrutanjan Healthcare recognized as Best Healthcare Brand for 2nd consecutive Year

সুবর্ণ জয়ন্তী বর্ষ পালিত হলো বিধান নগর রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্রের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *