উদ্বোধন কার্য্যালয়ে সারদানন্দ প্রেক্ষাগৃহে আয়োজিত হলো স্বামী আত্মস্থানন্দ স্মারক বক্তৃতা

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

রবিবার উদ্বোধন কার্য্যালয়ে সারদানন্দ প্রেক্ষাগৃহে আয়োজিত হলো স্বামী আত্মস্থানন্দ স্মারক বক্তৃতা। আয়োজনে- শ্রী শ্রী মায়ের বাড়ি, রামকৃষ্ণ মঠ, বাগবাজার। এদিনের বক্তব্যের বিষয় ছিল “আমার” আপন ঘরের ঠিকানা এবং ইন্দ্র বিরোচন সংবাদ। সকাল ১০টায় শুরু হওয়া প্রথম পর্যায়ের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠসংগীতশিল্পী অমিতাভ চৌধুরী। টানা একঘন্টা ধরে শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং মায়ের উপর ভক্তিগীতি পরিবেশন করে সকল শ্রোতাদের ভক্তিরসে ডুবিয়ে মোহিত করে দেন। পুরুষ মহিলা নির্বিশেষে কয়েকশো মানুষ সংগীতের মধ্যে ডুবে যান। প্রেক্ষাগৃহের পরিবেশ এতটাই শান্ত ছিল যে একটি পিন পড়লেও তার আওয়াজ শোনা যাবে। এদিনের অনুষ্ঠানে প্রবেশ মূল্য ধার্য্য করা হয়েছিল ২০০/-টাকা। অমিতাভ চৌধুরীর সংগীতানুষ্ঠান সকল দর্শক শ্রোতাদের ভালো লেগেছে বলে জানা গেছে। দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাগবাজার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ। এদিনের ভাবগম্ভীর অনুষ্ঠানে একটি অসাধারণ বক্তৃতা দেন রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বামী একচিত্তানন্দ যা উপস্থিত ভক্তগনের হৃদয় ছুঁয়ে যায়। এদিনের অনুষ্ঠানে সমাপ্তি সংগীত ও পরিবেশন করেন অমিতাভ চৌধুরী।

More From Author

খাদ্য ভবনে ‘প্রোগ্ৰেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন’ এর দশম প্রতিষ্ঠা দিবস পালন

Exploring the Versatile World of Kitchen Knives

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *