৭৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করলেন স্টুডেন্ট হেলথ হোম

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

স্টুডেন্টস হেলথ হোমের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হতে চলেছে মধ্য কলকাতার মহাজাতি সদনে। আগামী ২রা সেপ্টেম্বর, সোমবার বেলা দেড়টায় বর্ণময় ওই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যে রাজ্যের ৩০টি আঞ্চলিক কেন্দ্রেই জোর প্রচার চলছে। প্রতিষ্ঠা বার্ষিকী, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ওইদিন সারা রাজ্যের ছাত্রছাত্রী, শিক্ষক ও চিকিৎসকদের স্বাক্ষর সংবলিত আবেদনপত্র নিয়ে স্টুডেন্টস হেলথ্‌ হোমের সরকারি অনুদান বার্ষিক ২কোটি টাকার আবেদনও উত্থাপিত হবে। পরে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে গত জানুয়ারি মাসে ‘হাঁটো ছাত্র স্বার্থে, হাঁটো হোমের স্বাস্থ্যে ’— এই লক্ষ্যে কলকাতায় পদযাত্রাও হয়। পদযাত্রায় হোমের সরকারি অনুদানের প্রয়োজনীয়তা উল্লেখ করে পথ হাঁটেন রাজ্যের বহু বিশিষ্ট চিকিৎক এবং গুণীজন।

প্রসঙ্গত, স্বাধীনতা সংগ্রামের নির্যাসপুষ্ট এই স্টুডেন্টস হেলথ হোম ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয়।
বহু লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে বিকশিত হোমে বর্তমানে কলকাতার মৌলালির মোড়ে ৫০ শয্যার হাসপাতাল ছাড়াও রাজ্যের ৩০টি কেন্দ্রে নগন্য খরচে ছাত্রছাত্রীরা অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা পরিষেবা পেয়ে আসছে। শুধু তাই নয়, অর্থনৈতিক সংকট মোকাবিলার জন্য ২০২২ সালের ৭ই এপ্রিল থেকে ন্যায্য মূল্যের বিনিময়ে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে হোমের কেন্দ্রীয় হাসপাতাল। বহু আধুনিক পরিষেবা, এমনকি ICU-র ব্যবস্থা রয়েছে। লক্ষ্য, সাধ্যের মধ্যে সর্বসাধারণের সাধ্যাতীত পরিষেবা দিয়ে উপার্জিত অর্থে

হোমকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, যাতে ছাত্রছাত্রীদের যৎসামান্য মূল্যে চিকিৎসার শাশ্বত অধিকার অক্ষুণ্ণ রাখা যায়। অতীতে যে সরকারি অনুদান স্টুডেন্টস হেলথ্‌ হোম অর্জন করেছিল, তার সঙ্গে সাযুজ্য রেখে সেই অনুদান বাৎসরিক ২কোটি টাকায় বৃদ্ধির ঐকান্তিক আবেদন নিয়ে ফের আমাদের অভিযান শুরু। আমরা চাই, কলকাতার এই হাসপাতালে সকলের জন্য স্বল্পমূল্যের বিনিময়ে যেভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে তারও প্রচার হোক আপনাদের সহযোগিতায়।
উপস্থিত ছিলেন ডাক্তার পবিত্র গোস্বামী, ডাক্তার অপূর্ব , ডাক্তার শঙ্কর নাথ, ডাক্তার প্রদীপ মিত্র, সংগঠনের সভাপতি শ্যামল সাহা প্রমুখো।
মহাজাতি সদনের সভা

অনুষ্ঠিত হবে।

ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্যের লক্ষ্যে বিদ্বেষহীন শান্তির আহ্বানে

“এ বিশ্বের পরিবেশকে “শিশুর বাস যোগ্য ” করার জন্য প্রচলিত ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে

হোমের বার্ষিক সরকারি অনুদান ২ কোটি টাকা করার আবেদনে

অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে হোম হাসপাতালের প্রচারে

More From Author

Dabur Joins Hands with BSF to Promote Herb Cultivation

49th Regional Conference organized by Eastern India Regional Council of The Institute of Chartered Accountants of India (ICAI)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *