“আর্টলাইন ড্রইং ক্লাস” এর পরিচালনায় আইসিসি আর এ হয়ে গেল চতুর্থ চিত্র প্রদর্শনী

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

আর্টলাইন ড্রইং ক্লাস’-এর আয়োজনে গত ১ মে কোলকাতার ‘ইণ্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস’ সংক্ষেপে ‘আইসিসিআর’-এর ‘অবনীন্দ্রনাথ গ্যালারি’তে হয়ে গেল সংস্থার চতুর্থ চিত্র প্রদর্শনী।

বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বল করে শুরু হয় সংস্থার চতুর্থ চিত্র প্রদর্শনী। ‘আর্টলাইন ড্রইং ক্লাস’-এর কর্ণধার সৌরভ শীল জানিয়েছেন, “৩৬-এর বেশি ছাত্রছাত্রীর আঁকা ৭৫-এর বেশি চিত্রকলা নিয়ে সেজে উঠেছিল ‘অবনীন্দ্রনাথ গ্যালারি’।”

বলে রাখা ভালো, ২৮ বছর আগে মাত্র ৫ জন ছাত্রছাত্রী নিয়ে শুরু হওয়া ‘আর্টলাইন ড্রইং ক্লাস’-এর বর্তমানে শতাধিক ছাত্রছাত্রী রয়েছে। অন্তর্জালের মাধ্যমে আমেরিকা থেকেও ছাত্রছাত্রীরা বর্তমানে এই সংস্থা থেকে শিক্ষা লাভ করছে।

More From Author

Manoj Bajpayee Joins the Nand Ghar Movement

লিগ্যাল এইড ফোরাম এর উদ্যোগে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি কে.জে. বালাকৃষ্ণন কে সংবর্ধনা দেওয়া হল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *