কলকাতায় অনুষ্ঠিত হলো মেগা রেম্প শো

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

DS PRODUCTION এর আয়োজনে ওরিফ্লেম মেগা রাম্প শো সিজন ২ আয়োজিত হলো কলকাতার ভিআইপি রোডের ও২ অক্সিজেন ব্যাংকোয়েট এ ।। অনুষ্ঠানে আয়োজনে ছিলেন DS PRODUCTION এর দুই কর্ণধার শর্মিষ্ঠা ব্যানার্জী ও দেবলীনা মুখার্জী ও যাদের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান নীল বিশ্বাস ও

প্রদীপ পোদ্দার।। অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসাবে ছিলেন বিশিষ্ট চলচিত্র ও বাংলা টেলি জগতের স্বনামধন্যা অভিনেত্রী দেবলীনা দত্ত। এছাড়াও বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শান্তনু গুহঠাকুরতা, জিৎ বসু সহ অন্যান্য বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।

More From Author

ITC’s Sunrise Celebrated Poila Baisakh with ‘Shahi Naboborsher Subheccha’ Campaign

Emcure Pharmaceuticals Unveils Campaign ‘Cure and Beyond’ Featuring MS Dhoni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *