রাষ্ট্রীয় প্রতিভা সম্মানে ভূষিত হলেন বাংলার বিশিষ্ট চিত্রশিল্পী দিবাকর চক্রবর্তী

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

চিত্রশিল্পী দিবাকর চক্রবর্তী দীর্ঘ ১০ বছর ধরে রঙ তুলি নিয়ে সাদা কাগজে নিজের শিল্প কর্ম ফুটিয়ে তুলে চলেছেন। শুধু দেশে নয় বিদেশের মাটিতেও ওনার আঁকা চিত্র বিসিএস প্রশংসা পেয়েছে।ভারতবর্ষ ছাড়াও অনেক দেশে ওনার একক

চিত্রপ্রদর্শনী হয়েছে এবং হতে চলেছে। তার মধ্যেই ওনার মুকুটে এক নতুন পালক যুক্ত হলো। দিল্লিতে সদ্য হয়ে যাওয়া রাষ্ট্রীয় প্রতিভা সম্মানে ভূষিত হলেন। এই অনুষ্ঠানের চিপ গেস্ট ছিলেন বলিউড অভিনেত্রী সুধা চন্দন তিনিই চিত্রশিল্পী দিবাকর চক্রবর্তী’র হাতে পুরস্কারটি তুলে দেন।

More From Author

Embark on “A Journey Through Special Senses” at DeepRanjani Foundation celebrating ‘Inclusivity’ on theoccasion of Autism Awareness Month

বিশ্ব নৃত্য দিবস উদযাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *