Thursday, 21 November 2024
Trending

ব্যবসা-বাণিজ্য

মাহিন্দ্রা ট্র্যাক্টর্স ৪০ লক্ষ ট্র্যাক্টর ইউনিট বিক্রি করা এক মাইলফলক পেরোল

নিজস্ব প্রতিনিধি –

মাহিন্দ্রা গ্রুপের অংশ এবং পরিমাণের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় ট্র্যাক্টর নির্মাতা মাহিন্দ্রা ট্র্যাক্টর্স এক মাইলফলক স্পর্শ করেছে এই ব্র্যান্ডের ৪০ লক্ষ তম ট্র্যাক্টর ব্যবহার করে। এই হিসাবে ২০২৪ সালের মার্চ পর্যন্ত রফতানি সমেত। মাহিন্দ্রার সবচেয়ে নতুন ট্র্যাক্টর কারখানা এবং মাহিন্দ্রা ট্র্যাক্টর্সের আন্তর্জাতিক উৎপাদন কেন্দ্র জাহীরাবাদ থেকে তৈরি হয়ে বেরোবার পর মাহিন্দ্রার পরবর্তী প্রজন্মের য়ুভো ট্র্যাক্টর প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে নির্মিত মাহিন্দ্রা য়ুভো টেক প্লাস এই মাইলফলক স্পর্শ করল।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল হারভেস্টার ইনকর্পোরেটেডের সঙ্গে গাঁটছড়া বেঁধে মাহিন্দ্রা ট্র্যাক্টর্স প্রথম ট্র্যাক্টর বার করেছিল ১৯৬৩ সালে। ২০০৪ সালে ১ মিলিয়ন ইউনিট উৎপাদনের মাইলফলক ছুঁয়ে ফেলে, তারপর ২০০৯ সালের মধ্যে পরিমাণের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফার্ম ট্র্যাক্টরের নির্মাতা হয়ে ওঠে। ২০১৩ সালে মাহিন্দ্রা ২ মিলিয়ন ইউনিট উৎপাদনের মাইলফলক স্পর্শ করে, আর ৩ মিলিয়ন ছুঁয়ে ফেলে ২০১৯ সালে। মাত্র ৫ বছর পরেই ’২৪ আর্থিক বর্ষে মাহিন্দ্রা ট্র্যাক্টর্স সগর্বে তার ৪০ লক্ষ তম ট্র্যাক্টর বিক্রি করল। গোটা আর্থিক বর্ষ জুড়ে মাহিন্দ্রা ট্র্যাক্টর ব্র্যান্ড ২ লক্ষ ইউনিটের বেশি বিক্রি করেছে।

হেমন্ত সিক্কা, প্রেসিডেন্ট – ফার্ম ইকুইপমেন্ট সেক্টর, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড “কৃষিকাজের রূপান্তর ঘটানো এবং জীবনকে সমৃদ্ধ করার যে উদ্দেশ্য আমাদের রয়েছে তার দ্বারা চালিত হয়ে ৪০ লক্ষ তম ট্র্যাক্টর বিক্রি করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। এটা এমন একটা সময়ে হল যখন আমরা একই বছরে বাজারের শীর্ষে থাকার বহু দশক এবং মাহিন্দ্রা ট্র্যাক্টরের ৬০ বছর উদযাপন করছি। এই মাইলস্টোন গুলো স্পর্শ

করার মুহূর্তে আমি আমাদের ক্রেতাদের, অর্থাৎ কৃষকদের, আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। তাঁরা আমাদের রোজ অনুপ্রেরণা দেন। সঙ্গে সঙ্গে আমাদের পার্টনারদের এবং আমাদের টিমগুলোকেও কৃতজ্ঞতা জানাই। আমরা রূপান্তরের যাত্রা একসঙ্গে শুরু করছি।”

বিক্রম ওয়াঘ, চিফ এক্সিকিউটিভ অফিসার অফ মাহিন্দ্রা ট্র্যাক্টর্স, বললেন “মাহিন্দ্রা ফার্ম ডিভিশনে আমাদের কাছে এ এক ঐতিহাসিক মুহূর্ত। ৪০ লক্ষ ট্র্যাক্টর ডেলিভারি এ কথার জোরালো প্রমাণ যে ক্রেতারা আমাদের ব্র্যান্ডের উপর এবং আমাদের ভারতীয় কৃষির গভীর বোধের উপর বিশ্বাস রাখেন। গত ৫ বছর দারুণ কেটেছে। এই সময়ে আমরা আমাদের ইতিহাসে সবচেয়ে তাড়াতাড়ি ১ মিলিয়ন ট্র্যাক্টর বিক্রি করেছি। আমরা ট্র্যাক্টরের সবচেয়ে বিস্তৃত পোর্টফোলিও নিয়ে আমাদের ক্রেতাদের বিচিত্র প্রয়োজন মেটানোর কাজ করে যাব, একইসঙ্গে পৃথিবীতে কোথাও আগে ব্যবহার হয়নি এমন প্রযুক্তি এবং বেজোড় নির্ভরযোগ্যতা দিয়ে যাব যাতে আমাদের কৃষকদের ক্ষমতায়ন হয়।”

৬০ বছর ধরে মাহিন্দ্রা তার অফার আরও বাড়িয়েছে নানা ধরনের ৩৯০-টার বেশি ট্র্যাক্টর মডেলকে এর আওতায় আনতে। এই পর্বে মাহিন্দ্রা ট্র্যাক্টর্স ভারত জুড়ে ১২০০-র বেশি ডিলার পার্টনারদের এক শক্তিশালী নেটওয়ার্কও প্রতিষ্ঠা করেছে। এটা করা হয়েছে এক ক্রেতাকেন্দ্রিক সংস্কৃতি নিয়ে, যা ব্র্যান্ডকে ৪০ লক্ষ মাহিন্দ্রা ট্র্যাক্টর্স ক্রেতার ক্রমশ বেড়ে চলা সমাজকে বিপণন, পরিষেবা ও যন্ত্রাংশের ক্ষেত্রে তুলনাহীন সাহায্য দেওয়ার ক্ষমতা জুগিয়েছে।

মাহিন্দ্রা ট্র্যাক্টর্সের ৪০ লক্ষ ক্রেতাকে ধন্যবাদ জানাতে কোম্পানি লঞ্চ করেছে এক নতুন ডিজিটাল ভিডিও কমার্শিয়াল (DVC), যার নাম ‘৪০ লক্ষ সুখী ক্রেতা এবং ৬০ বছরের ব্র্যান্ড বিশ্বাস’। একইসঙ্গে দেশজুড়ে পণ্য ও পরিষেবায় নতুন অফারও চালু করা হবে। এই ক্যাম্পেনের কেন্দ্র হল ‘লাল’, যা সম্পন্নতার লক্ষণ এবং মাহিন্দ্রা ট্র্যাক্টর্সের সঙ্গে সমার্থক।

নতুন মাহিন্দ্রা ট্র্যাক্টর্স DVC দেখতে ক্লিক করুন এখানে:
(https://www.youtube.com/watch?v=y_76wOT94n0)

ছটা মহাদেশ জুড়ে ৫০টার বেশি দেশে বিস্তৃত আন্তর্জাতিক উপস্থিতিসম্পন্ন মাহিন্দ্রা ট্র্যাক্টর্সের ভারতের বাইরে সবচেয়ে বড় বাজার হল মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি জাপানের মিৎসুবিশি মাহিন্দ্রা এগ্রিকালচার মেশিনারির সঙ্গে যৌথ উদ্যোগে নির্মিত গ্লোবাল লাইট ওয়েট ট্র্যাক্টর প্ল্যাটফর্ম OJA লঞ্চ করা হয়েছে। মাহিন্দ্রা সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে OJA বিক্রি করা শুরু করেছে। OJA-র মাধ্যমে মাহিন্দ্রা ট্র্যাক্টর্স ASEAN দেশগুলোতে ব্যবসা শুরু করবে। ২০২৪ সালে শুরু হবে থাইল্যান্ড দিয়ে, ২০২৫ সালে ইউরোপে। এর ফলে মাহিন্দ্রা ট্র্যাক্টর্স বিশ্বের ট্র্যাক্টর বাজারে নিজের শীর্ষস্থান মজবুত করার সুযোগ পাবে।