৫ কোটির বেশি অর্থ উঠে এলো হাওড়া লোক আদালতে

Spread the love

পারিজাত মোল্লা –

শনিবার সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতে বসেছিল জাতীয় লোক আদালত।হাওড়া জেলা আদালতও তার ব্যতিক্রমী নয়।এদিন হাওড়া জেলা ও দায়রা বিচারক (জেলা আইনী পরিষেবা কেন্দ্রের চেয়ারম্যানও) শ্রীমতী সোনিয়া মজুমদারের নেতৃত্বে জেলা আইনী পরিষেবা কেন্দ্রের শ্রীমতী সচিব সুপর্ণা সরকারের পরিচালনায় ২১ টি বেঞ্চ বসেছিল।জেলার সদর আদালতে ১৮ টি এবং উলুবেড়িয়া মহকুমা আদালতে ৩ টি বেঞ্চ হয়। হাওড়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের অফিস মাস্টার প্রসেনজিৎ ভট্টাচার্য জানান -” এদিন জাতীয় লোক আদালতে ৭৪৪৪ টি মামলা নথিভুক্ত ছিল, এর মধ্যে ৩৮৫১টি মামলার নিস্পত্তি ঘটেছে, এইসব মামলায় অর্থের পরিমাণ ৫ কোটি টাকার বেশি “। হাওড়া জেলা আদালতে জাতীয় লোক আদালতের ১৫ নং বেঞ্চে জুডিশিয়াল অফিসার অরিজিৎ মন্ডল এর নেতৃত্বে দুই সদস্যর বেঞ্চ ছিল।এই বেঞ্চে সমাজকর্মী হিসাবে ‘মেম্বার জাজ’ হয়েছিলেন ‘হাইকোর্ট সংবাদদাতা’ মোল্লা জসিমউদ্দিন মহাশয়। এই বেঞ্চে ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষে ছিলেন অনির্বাণ ওঝা দেবতারু দাস প্রমুখ। এই বেঞ্চে আরবিএল ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঋণখেলাপীদের নিয়ে শুনানি চলে। এই বেঞ্চে বেশিরভাগ মামলার নিস্পত্তি ঘটে। হাওড়া জেলা আদালতের অন্যান্য বেঞ্চে ট্রাফিক আইন, মানি স্যুট, টাইটেল স্যুট,ব্যাংক, এনজিআর,বিদ্যুৎ, টাইটেল স্যুট,বন্ধন ব্যাঙ্ক প্রভৃতি বিষয়ক মামলার নিস্পত্তি ঘটে।হাওড়া জেলা আদালতে ‘বেঞ্চ জাজ’ হিসাবে শিক্ষক, আইনজীবী, সমাজসেবী সংগঠনের কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন জগতের মানুষজনকে যুক্ত করা হয়েছিল। জানা গেছে সংখ্যাগরিষ্ঠ মামলা এদিন সারাদিন ব্যাপি উভয় পক্ষের সম্মতিতে মিমাংসা হয়।

More From Author

Mahindra Automotive has an extensive network with over 1280+ sales and 1020+ service touchpoints across the country

Saffola Masala Oats Launches New Campaign; Expands Offerings to appeal to diverse Consumer Segments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *