কবরডাঙায় চালু হল “নিউ কালিমাতা স্যুইটস”

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

মহা শিবরাত্রিকে সামনে রেখে দক্ষিণ ২৪ পরগণার কবরডাঙায় চালু হল ‘নিউ কালিমাতা স্যুইটস’।

ফিতে কেটে দোকানের উদ্ঘাটনের পর মিষ্টান্ন ভাণ্ডারের দুই অংশীদার প্রসেনজিৎ প্রামাণিক ও রাম অধিকারী আশা প্রকাশ করে বলেছেন, “আশা করি আমাদের তৈরী মিষ্টি সবার ভালো লাগবে।”

বলে রাখা ভালো, “আজ থেকে কয়েক দশক আগে ‘নিউ অধিকারী স্যুইটস’-কে পারিবারিক সম্পত্তি রূপে পেয়ে এলাকায় মিষ্টান্ন ব্যবসায়ী রূপে পরিচিত হয়েছিলেন রাম অধিকারী। রাম অধিকারীর দোকানেই গত ৭ বছর ধরে কাজ করতেন প্রসেনজিৎ প্রামাণিক।


মিষ্টির দোকানে বিক্রি ও খ্যাতি বেড়ে যাওয়ার ফলে এবার প্রসেনজিৎ প্রামাণিক-এর সাথে জুটি বেঁধে ‘নিউ কালীমাতা স্যুইটস’ চালু করলেন রাম অধিকারী।

আজ সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মিষ্টান্ন ভাণ্ডারের অন্যতম অংশীদার প্রসেনজিৎ প্রামাণিক জানিয়েছেন, “এই বছরের মধ্যে আরো তিনটে দোকান খোলার ইচ্ছে আছে।”

More From Author

Himalaya Wellness Tackles Spots with Quirky TakeMySPOT Campaign at the Second Edition of the Women’s T20 League in Association with RCB

Magicbricks Launches MagicHomes: A Comprehensive Guide to all New Projects Amidst Surging Residential Demand

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *