রাইস ভিলা-র অষ্টম কনভেনশন অনুষ্ঠিত হলো কলকাতার ইসকন হাউস ব্যাঙ্কুয়েটে

Spread the love

উত্তম প্রসাদ – কলকাতা

রাইস ইন্ডাস্ট্রিজের ডেভলপমেন্ট শুধুমাত্র গ্রাহকদের হাতে চাল পৌঁছে দিলেই দায়িত্ব শেষ হয় না, বেঙ্গলি ইন্ডাস্ট্রিজের কথাও ভাবতে হবে। পরিকল্পনা করতে হবে ভবিষ্যতের কথা ভেবেও। দেখতে হবে যে চাল

মানুষের ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে তার গুনগত মান কী। তবেই এগোবে ইন্ডাস্ট্রি। ব্যবহার করতে হবে বিজ্ঞান পদ্ধতিকে। দেশের অন্যতম চাল উৎপাদন সংস্থা রাইস ভিলা-র অষ্টম কনভেনশন থেকে এই ভাবনার কথা তুলে ধরলেন সংস্থার অন্যতম কর্ণধার সুরজ

আগরওয়াল। কলকাতার গুরুসদয় রোডে ইসকন ভবনে অনুষ্ঠিত হল রাইস ভিলা উৎসব। আর এই মঞ্চ থেকে চাল ইন্ডাস্ট্রির উন্নয়নের কথা তুলে ধরলেন উদ্যোগপতি সুরজ আগরওয়াল। কনভেনশনে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন ইন্ডাস্ট্রির ব্যক্তিরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য আদানি উইলমার লিমিটেডের ইন্ডিয়া বিজনেস হেড রাজীব শর্মা, দেশের অন্যতম বাসমতি রফতানিকারক সংস্থার ডিরেক্টর ঋষভ জৈন,

কর্ণাটকের শ্রী ট্রেডার্সের ডিরেক্টর মানব সুরানা, অরোরাজি সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। রিলায়েন্স রিটেইল, ফ্লিপকার্ট, ভি মার্ট, জিও মার্ট সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন রাইস ভিলা উৎসবে।

More From Author

Rashmika Mandanna as Brand Ambassador Bisk Farm Boards, The actor will be face of the RUSKIT Brand

Modern High School for Girls marks 7 Decades of Education Excellence and inaugurates a new school Modern High School International at Kolkata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *