দেখুন ১২ নভেম্বর রবিবার বেলা ১১.৩০ এ TV9 বাংলার বিজয় সম্মলেনী

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

লোকসংস্কৃতি উদযাপনের মধ্য দিয়ে শেষ হল TV9 বাংলার ‘বিজয়া সম্মিলনী’। সম্প্রতি শহরের এক হেরিটেজ হোটেলে আয়োজিত এই ‘বিজয়া সম্মিলনী’ অনুষ্ঠানে এবার ‘TV9 বাংলা সেরা বারোয়ারি পুজো প্রতিযোগিতা’য় বিভিন্ন বিভাগে জয়ীদের দেওয়া হল পুরস্কারও। জয়ীদের মধ্যে ছিল দমদম পার্ক তরুণ সঙ্ঘ (সেরা বারোয়ারি), বোসপুকুর শীতলা মন্দির (সেরা প্রতিমা), চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি (সেরা অলংকার), বাঘাযতীন তরুণ সঙ্ঘ (সেরা থিম), নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতি (সেরা পরিবেশ), অজেয় সংহতি (সেরা সুরক্ষা), অর্জুনপুর আমরা সবাই ক্লাব (মায়ের পুজো মেয়ের হাতে), চক্রবেড়িয়া সর্বজনীন দুর্গোৎসব (মানুষের পাশে), সিলভার ওক এস্টেট (সেরা আবাসন), সন্তোষ মিত্র স্কোয়্যার (সেরা সমাগম), হাতিবাগান নবীন পল্লি (সেরা সৃজন) ও বার্মাশেল দক্ষিণপল্লি সর্বজনীন দুর্গা পূজা কমিটি (জেলার সেরা পুজো)।
পুরুলিয়ার ছৌ-নাচ ও খোলকরতাল সহযোগে ভক্তিগীতি দিয়ে সাজানো হয়েছিল অনুষ্ঠান।

১২ নভেম্বর, রবিবার বেলা সাড়ে ১১টা থেকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে TV9 বাংলায়। তাই সেদিন চোখ রাখুন TV9 বাংলায়, বেলা ১১.৩০টায়।

More From Author

ডেল্টিক পশ্চিমবঙ্গে কার্যক্রম সম্প্রসারিত করেছে: অবিশ্বাস্য ফেস্টিভ বোনানজার সাথে 50 তম শোরুম উদ্বোধন এবং ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের বিস্ত

Dr. Sunil Kumar Sharma has taken over as the Director (Production) of Braithwaite & Co. Limited

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *