ভোকসওয়াগেন ইন্ডিয়ার সামগ্রিক অফারগুলোর অভিজ্ঞতা উপভোগ করুন কলকাতার অটোফেস্টে

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

কলকাতায় ভোকসওয়াগেন প্যাসেঞ্জার কারস ইন্ডিয়া ৪ঠা ও ৫ই নভেম্বর ২০২৩ তারিখে আয়োজন করছে দুদিনের অটোফেস্ট, যাতে ক্রেতারা ব্র্যান্ডের দেওয়া সামগ্রিক পরিষেবার অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। এই অভিজ্ঞতার মধ্যে পড়ে ভোকসওয়াগেন ভির্টাস, টাইগুন এবং সারা বিশ্বের বেস্ট-সেলার টিগুয়ান সমৃদ্ধ ভারতের সবচেয়ে নিরাপদ প্রোডাক্ট পোর্টফোলিওর টেস্ট ড্রাইভ।

অটোফেস্টে ভোকসওয়াগেন বহু সুযোগসুবিধা দিচ্ছে। তার মধ্যে আছে এক মেগা এক্সচেঞ্জ গাড়ি কার্নিভাল, যেখানে ক্রেতারা Das WeltAuto. প্ল্যাটফর্মের মাধ্যমে গাড়ি কিনতে, বিক্রি করতে অথবা বিনিময় করতে পারবেন। উপরন্তু ক্রেতারা এক্সপ্রেস সার্ভিস অভিজ্ঞতার বিকল্পও নিতে পারেন। এতে তাঁদের গাড়ির বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। মানসিকভাবে শান্তিপূর্ণ মালিকানার অভিজ্ঞতা নিশ্চিত করতে অটোফেস্টে থাকবে ভোকসওয়াগেন অ্যাসিস্ট্যান্স এবং মোবাইল সার্ভিস ইউনিট। সেখান থেকে ভোকসওয়াগেন ওয়ার্কশপ নেই এমন দূরের জায়গাতেও অনুমোদিত পরিষেবার অভিজ্ঞতা নেওয়া যাবে।

তারিখ ও সময় শহর স্থান
৪ঠা ও ৫ই নভেম্বর ’২৩
সকাল ১১টা – রাত ৯টা কলকাতা সিটি সেন্টার মল, সল্টলেক

আরও জানতে ক্রেতারা কলকাতায় তাঁদের নিকটতম ডিলারদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা Volkswagen India ওয়েবসাইটে আসতে পারেন।

More From Author

Echoes of Earth: India’s Greenest Music Festival Arrives in Kolkata, Promoting Sustainable Art and Conservation

UCO Bank Financial Results for the quarter/half year ended 30th September 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *