শারদীয়ার প্রাক্কালে বসন নামের তার নিজস্ব বুটিকে জন্মদিন পালন করলন রাজ্য সরকারের অধীনস্ত ভূমি ও রাজস্ব দফতরের আধিকারিক শ্রীমতি পাঞ্চালি মুন্সী মহাশয়া

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

পাঞ্চালি মুন্সী, যিনি পেশায় রাজ্য সরকারের অধীনস্ত ভূমি ও রাজস্ব দফতরের আধিকারিক। আবার তিনিই নিজের হাতে শামলান বসন নামের বুটিক। শারদীয়ার প্রাক্কালে দক্ষিণ কলকাতায় নিজের জন্মদিনে তাঁর বুটিকে বিভিন্ন ডিজাইনের পোশাকের সম্ভার নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করেছিলেন। তিনি জানান, মহিলা ও পুরুষদের পোশাকের বিভিন্ন ডিজাইনের সম্ভারের এই প্রদর্শনী আগামী মহালয়া পর্যন্ত চলবে। তিনি বলেন, বিভিন্ন জেলার শিল্পীদের কাজ

করা ডিজাইন শাড়ি এখানে প্রদর্শন করা হচ্ছে। একদিকে যেমন বীরভূম জেলার বাউল শিল্পীদের চিত্র ফুটে উঠেছে। অন্যদিকে রবি ঠাকুরের গান সাহিত্য ফুটে উঠেছে শাড়িতে। পুরুষদের পাঞ্জাবী ও হরেক ডিজাইন কুর্তাতেও ফুটেছে হরেক চিত্র। পাশাপাশি একটি উদ্যোগের কথা তিনি জানান, তা হল শিল্পীদের চিত্রিত পোশাক তিনি সরাসরি নিজে জেলায় জেলায় ঘুরে কিনছেন। ফলে পুজোর আগে শিল্পীদের মুখে হাসি ফোটাতে তিনি সার্থক হয়েছেন। এদিন প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন পরিচালক ও অভিনেত্রী শিউলি রামানি গোমস।

More From Author

Orchids The International School announces its partnership with Bhaichung Bhutia

VIVO LAUNCHES V29 SERIES IN KOLKATA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *