কলকাতার বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা পালন করলো স্বচ্ছ ভারত অভিযান

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

সারা দেশ জুড়ে পালিত হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান। এ উপলক্ষে কলকাতার বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা মেট্রোরেলের সঙ্গে যৌথ উদ্যোগে

স্বচ্ছ ভারত অভিযান পালন করেন রবীন্দ্র সদন মেট্রো স্টেশন চত্বরে। সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকদের পাশাপাশি মেট্রো রেল কর্মীরা ঝাড়ু হাতে সাফাই অভিযানে অংশ নেন। এর পাশাপাশি বালিগঞ্জ রেলস্টেশনেও সঙ্গের সন্ন্যাসী ও

স্বেচ্ছাসেবকরা সাফাই অভিযান চালান।
ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মনন্দ মহারাজ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবানে দেশ

জুড়ে স্বচ্ছ ভারত অভিযান চলছে। ভারত সেবাশ্রম সংঘের শাখা কেন্দ্রগুলিতেও স্বচ্ছ ভারত অভিযান পালন করা হয়।

More From Author

ITC Sunrise Spices releases special Durga Puja music video in Collaboration With Monali Thakur

Digestive diseases and problems during the festive Season

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *