“দি আর্ট হাউস” এর পক্ষ থেকে গ্যালারি গোল্ডে চলছে তিন দিন ধরে চিত্র প্রদর্শনী

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

রবীন্দ্র সরোবরে অবস্থিত ‘ গ্যালারি গোল্ড ‘ – এ ‘ দি আর্ট হাউস ‘ এর পক্ষ থেকে দ্বিতীয় বার এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। চিত্র শিল্পী শ্রী ‘ স্বপন কুমার মল্লিক ‘ মহাশয় অনুষ্ঠান উদ্বোধন করেছেন ( দি কলেজ অফ আর্ট অ্যান্ড ড্রাফটস্মন্সিপ – এর অধ্যাপক ) এবং প্রধান অতিথি

হিসাবে ছিলেন চিত্রশিল্পী শ্রী ‘ দেবায়ন কর ‘ মহাশয় , যারা অংশগ্রহণ কারী শিল্পীদের কাজের মধ্যে সেরা চিত্র বেছে নিয়েছেন । স্বর্গীয় ‘ মনোরঞ্জন রায় ‘ এর স্মরণে আয়োজক ‘ স্মার্থ সাহা ‘ নিজেই আরেকটি বিশেষ পুরস্কার দিয়েছেন। আয়োজক ও উপস্থাপক ‘ স্মার্থ সাহা ‘ (বি এফ এ, আই সি এ ডি) এই প্রদর্শনী শিল্প উৎসাহীদের এক বড় অংশকে আকৃষ্ট করে। এই প্রদর্শনী এমন এক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যেখানে উদ্বীয়মান শিল্পীরা নিজেদের প্রতিভা তুলে ধরার

সুযোগ পেয়েছেন। ২৬ শে সেপ্টেম্বর থেকে ২৮ শে সেপ্টেম্বর ‘ দি আর্ট হাউস ‘ এর পক্ষ থেকে আমাদের এই চিত্র-প্রদর্শনী , আজকে আমাদের এই চিত্র- প্রদর্শনীর শেষ দিন ।
আয়োজক ‘ স্মার্থ সাহা ‘ জানান এই প্রদর্শনীর ব্যাপারে মানুষের প্রতিক্রিয়া দেখে আমরা সত্যি রোমাঞ্চিত। শিল্পের সৌন্দর্য্য ও গুরুত্বকে উৎসাহ দিতে যেভাবে বহু মানুষ একত্রিত হয়েছে তা সত্যিই খুবই আনন্দের ব্যাপার।

More From Author

মানবতার বন্ধু হযরত মুহাম্মাদ (স.)” প্রচার অভিযান

Marvellie Bakery & Bistro: Where Culinary Passion Meets Flavour

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *