পুজোর আগেই মুক্তি পেল মেরে সাঁই প্রোডাকশনের নতুন অ্যালবাম “মন ছেড়ে যাস না আমায় তুই”

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

অপূর্ব জোসেফের মেরে সাঁই প্রোডাকশনের প্রযোজনায় জি মিউজিক বাংলাতে মুক্তি পেল ‘মন ছেড়ে যাস না আমায় তুই’ মিউজিক ভিডিও। গায়ক ঈশাণ মিত্রের সুরেলা কন্ঠে শোনা যাবে এক ব্যর্থ প্রেমের গান। আর এই মিউজিক ভিডিওর মাধ্যমে ডেবিউ করলেন আরাত্রিকা ঘোষ, বিভাস বণিক, বাসবদত্তা মণ্ডল।

একদিকে প্রাক্তন অন্যদিকে বর্তমান। এই টানাপোড়েনে সত্যি ভালোবাসা কি বাস্তব রূপ পাবে? সেটাই তুলে ধরা হয়েছে এই মিউজিক ভিডিওতে। ঈশাণ মিত্রের কন্ঠে এই গান ভালোবাসার এক অন্য জগতকে তুলে ধরেছে। এই গানের গীতিকার সোহম মজুমদার এর আগেও একাধিক বাংলা ও হিন্দি ছবিতে কাজ করেছেন। গানের প্রতিটি শব্দ মন ছুঁয়ে যাবে শ্রোতাদের। শুভম তালুকদারের পরিচালনায় এই গানে সুর দিয়েছেন কুন্তল দে, ডি,ও, পি স্বরূপ পাল। স্বাভাবিকভাবেই পুজোর আগে মেরে সাঁই প্রোডাকশনের এই মিউজিক ভিডিও শ্রোতাদের পুজোর উপহার বলেই মনে হচ্ছে।

More From Author

West Bengal youngsters join global campaign to share ‘What Young People Want’ in the state

ব্রিটেনের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী রুথ কাডবেরি মানবতার ফেরিওয়ালা লুৎফল হককে বেস্ট ফিলানথ্রোপিষ্ট অফ দা ইয়ার ২০২৩ সম্মানে ভূষিত করলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *