Sunday, 8 September 2024
Trending

বাংলা

অতুল্য ঘোষের ১২০তম জন্মদিবস উপলক্ষে ২৮ থেকে ৩১ আগস্ট চারদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজ্ঞান কর্মশালা

পারিজাত মোল্লা –

জননেতা ও স্বাধীনতা সংগ্রামী অতুল্য ঘোষের ১২০ তম জন্মদিবস উপলক্ষে ২৮ থেকে ৩১ আগস্ট কলকাতার হাডকো মোড় সংলগ্ন বিধান শিশু উদ্যানে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজ্ঞান কর্মশালা। অতুল্য ঘোষের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে চারদিন ব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। চারদিন ব্যাপী বিজ্ঞান কর্মশালায় ২৬টি বিদ্যালয়ের ১৬৭ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে থাকে । এই কর্মশালায় ছাত্র-ছাত্রীরা গণিত এবং পদার্থ বিজ্ঞানের বিষয়গুলো হাতেকলমে অভ্যাস করে। এই চারদিনের অনুষ্ঠানের বিভিন্ন সময়

উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস, বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী ড. তপন মিশ্র, ড. দেবপ্রসন্ন সিংহ, শ্রী মনোজ রায়, ড. তুষার চক্রবর্ত্তী, ড. ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়, ড. চিত্রা মণ্ডল প্রভৃতি বিশিষ্ট বিজ্ঞানীরা।বিজ্ঞান কর্মশালাটি সায়েন্স কমিউনিকেটরস ফোরামের সঙ্গে যৌথ উদ্যোগে বিধান শিশু উদ্যানে অনুষ্ঠিত হয়। মূলত ২৮ আগস্ট জাতীয় বিজ্ঞান দিবস ও জাতীয় গণিত দিবস উপলক্ষে এই অভিনব কর্মশালার আয়োজন। স্বল্প মূল্যের সহজলভ্য জিনিস

ব্যবহার করে বিজ্ঞান ও গণিতের বিষয়বস্তু সম্পর্কে ধারণা পরিষ্কার করাই ছিল এই কর্মশালার মূল লক্ষ্য।এই কর্মশালার শেষ দিনে লবণ হ্রদ বিদ্যাপীঠ, হিন্দু স্কুল, টাকী বয়েজ, সিস্টার নিবেদিতা, সংস্কৃত কলেজিয়েট প্রভৃতি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয়।*ড.দেবপ্রসন্ন সিংহ, শ্রী গৌতম তালুকদার এর উপস্থিতিতে সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার মহাশয়।

 

Related posts
বাংলা

ক্লে পলিমার দিয়ে দুর্গাপ্রতিমা বিশ্বের মধ্যে পশ্চিমবঙ্গে দ্বিতীয়বার নির্মিত হতে চলেছে

নিজস্ব প্রতিনিধি – পশ্চিমবঙ্গ…
Read more
বাংলা

আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড পশ্চিমবঙ্গে ৭টি নতুন শাখা চালু করার ঘোষণা করলো

নিজস্ব প্রতিনিধি – নিট ও জেইই-এর জন্য…
Read more
বাংলা

পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ পালন করল "পুলিশ দিবস"

নিজস্ব প্রতিনিধি – আরজিকর…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *