ওড়িশা সরকারের সঙ্গে গাঁটবন্ধন করল “বন্ধন ব্যাঙ্ক”

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

ওডিশা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন (OTDC) লিমিটেডের জন্য অর্থপ্রদানের ক্ষেত্রকে আরও শক্তিশালী করার জন্য আজ বন্ধন ব্যাঙ্ক এবং ওড়িশা সরকারের সঙ্গে গাঁটবন্ধন ঘটল।পর্যটকদের কার্ড দিয়ে অর্থ প্রদান করাকে সহজ করে তুলতে ব্যাঙ্কের তরফ থেকে PoS মেশিন অর্থাৎ পয়েন্ট অফ সেল মেশিন প্রদান করা হল। এই সুবিধার আওতায় পড়ছে পুরী, ভুবনেশ্বর, কোনার্ক, চিল্কা এবং গোপালপুরের মতো বেশ কিছু প্রাইম লোকেশন। যে সব জায়গায় সহজেই কার্ড দিয়ে পেমেন্ট অর্থাৎ অর্থ প্রদান করতে পারবেন পর্যটকেরা।

এই PoS মেশিনগুলি পর্যটকদের কাছ থেকে অনেক অর্থ সংগ্রহকে অনেক সহজ এবং দ্রুততার সঙ্গে সম্পন্ন করবে। এতে বিশেষ সুবিধা পাবেন পর্যটক এবং OTDC আধিকারিকরা। অনেক সময়ে পর্যটকদের কাছে নগদ টাকা কম থাকার কারণে যে বেশ কিছু পরিমাণ রাজস্বের ক্ষতি হত OTDC-র। এখন EDC মেশিনগুলি থাকার ফলে সেটাকেও রোধ করা যাবে। এই উদ্যোগটি নগদ-নির্ভর অর্থনীতি হয়ে ওঠার দেশের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বন্ধন ব্যাঙ্কের প্রধান শান্তনু সেনগুপ্ত জানান, ‘ওড়িশা বন্ধন ব্যাঙ্কের একটি গুরুত্বপূর্ণ বাজার।রাজ্যের পর্যটকদের অর্থ প্রদানের ক্ষেত্রে সুবিধা দিতে পারায় ওড়িশা সরকারের সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত। বন্ধন ব্যাঙ্কে আমদের সকলের ব্যাঙ্ক হয়ে ওঠার ক্ষেত্রেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং এই প্রচেষ্টাকে সফল করার ক্ষেত্রে এটি আরেকটি পদক্ষেপ।’

এই মুহূর্তে ওড়িশায় বন্ধন ব্যাঙ্কের প্রায় ১৫০টি ব্যাঙ্কিং আউটলেট রয়েছে। এর পাশাপাশি ৩৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে অঞ্চল জুড়ে ৬.১০০টিরও বেশি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে ৩ কোটিরও বেশি গ্রাহককে ব্যাঙ্কিং পরিষেবা দিচ্ছে এই বন্ধন ব্যাঙ্ক।

More From Author

Quality Council of India (QCI) Expands its Footprint to the East with the Inauguration of Kolkata Office

তপন থিয়েটর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো কলকাতা “অনুভব”এর সাংস্কৃতিক সন্ধ্যা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *