সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড এবং রেড এফএম ‘গাটস অ্যান্ড গ্লোরি- স্যালুট ৭১’ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করবে

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

দেশের প্রথম সারির বেতার মনোরঞ্জন নেটওয়ার্ক ৯৩.৫ রেড এফএম বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের সঙ্গে যৌথ উদ্যোগে ‘গাটস অ্যান্ড গ্লোরি- স্যালুট ৭১’ নামের এক বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপনের কথা ঘোষণা করেছে। অভিনব এই কর্মসূচির অঙ্গ হিসেবে রেড এফএম নিজেদের বেতার অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৯৭১ এর যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের বিভিন্ন বীরগাথা গল্পের মোড়কে তাদের শ্রোতাদের কাছে পরিবেশন করবে। শ্রোতারা আমাদের সেনাবাহিনীর বীরত্বের কাহিনী জানতে পারবেন, তাদের অদম্য ইচ্ছা শক্তি এবং আত্মত্যাগের মধ্য দিয়ে দেশকে জয় এনে দেওয়ার কথা শুনতে পাবেন। রেড এফএম এই সমস্ত গল্পকে বিভিন্ন পর্বে ভাগ করে একটি পডকাস্টের মাধ্যমে একাধিক অডিও স্ক্রিমিং প্ল্যাটফর্ম থেকেও এর সম্প্রচার করবে।

এর পাশাপাশি,’গাটস অ্যান্ড গ্লোরি- স্যালুট ৭১’ উত্তর-পূর্ব ভারতের নাগরিকসহ একাত্তরের যুদ্ধের সেইসব বীর সেনানিদের সম্বর্ধনা ও পুরস্কার দেবে যারা ভয়াবহ ওই যুদ্ধে নিজেদের অনন্য বীরত্ব ও নিষ্ঠার ছাপ রেখেছেন।

অনুষ্ঠানের ঘোষণার সঙ্গে সঙ্গতি রেখে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফট্যানেন্ট জেনারেল রানা প্রতাপ কলিতা বলেন, “১৯৭১ এর যুদ্ধে লড়াই করা আমাদের সেনাবাহিনীর সূর্য এবং দূরত্বের কথা তুলে ধরতে রেড এফএম যে উদ্যোগ নিয়েছে তাতে আমি অত্যন্ত আনন্দিত। ওইসব নায়কদের শ্রদ্ধা জানাতে বিজয় দিবসের অঙ্গ হিসেবে এবার এই ‘গাটস অ্যান্ড গ্লোরি- স্যালুট ৭১’ অনুষ্ঠানটি উপহার দিতে পেরে খুব ভালো লাগছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতের ইতিহাসের ওই অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময় সম্পর্কে মানুষকে আরও গভীর ভাবে পরিচিত করা যাবে বলে আমরা আশাবাদী।”

এই অনুষ্ঠান ঘোষণার সময় রেড এফএম এবং ম্যাজিক এফএম-এর অধিকর্তা তথা সিওও নিশা নারায়ণন বলেন, “বিজয় দিবস পালন উপলক্ষে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সঙ্গে যৌথভাবে ১৯৭১ এর যুদ্ধের প্রাক্তনিদের শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠান আয়োজন করা আমাদের কাছে অত্যন্ত সম্মানের। আমাদের সেনা জওয়ানরা যে কঠিন সময়ের মধ্যে দিয়ে এসেছেন তা আমাদের কাছে অকল্পনীয়। এইসব প্রবীণ সেনা কর্মীদের আত্মদানের ও কোন তুলনা নেই। তবে একটি ব্র্যান্ড হিসেবে আমরা দেশের তরফ থেকে তাদের বিরত্বকে শ্রদ্ধা জানাতে এই ক্ষুদ্র প্রচেষ্টা হাতে নিয়েছি। ‘গাটস অ্যান্ড গ্লোরি- স্যালুট ৭১’ কর্মসূচির মাধ্যমে সেই সব বিস্মৃত নায়কদের স্মরণ করা হবে যারা এখন আমাদের সঙ্গে আর পাঁচটা সাধারণ নাগরিকের মতো দিন কাটাচ্ছেন।আশা করি এই উদ্যোগের মধ্য দিয়ে আমরা তাদের সেই বীরত্বের কাহিনী গুলো শুনতে পাবো, যেখানে আমাদের সেনারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন।”

১২ টি পূর্বাঞ্চলীয় বেতার কেন্দ্র-কলকাতা, ভুবনেশ্বর, আসানসোল, শিলিগুড়ি, আগরতলা, পাটনা, মোজাফফরপুর, জামশেদপুর,গুয়াহাটি,শিলং আইজল এবং গ্যাংটক থেকে এই অনুষ্ঠানের সম্প্রচার করা হবে। এসব কাহিনী জানতে শুনতে থাকুন ৯৩.৫ রেড এফএম।

More From Author

ডিজনি+ হটস্টারে পরিচালক সুপর্ণ ভার্মা এবং যীশু সেনগুপ্ত তাদের আসন্ন ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল: প্যায়ার, কানুন, ধোকা’-এর জন্য কলকাতা শহরে নিয়ে যাচ্ছেন

গুলাবি আঁখের রিমিক্স মিউজিক ভিডিও টিজার মুক্তি পেল কলকাতা প্রেসক্লাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *