মিরিকে ফৌজদারি আইনী কর্মশালা

Spread the love

পারিজাত মোল্লা –

দার্জিলিং জেলার মিরিকে অল ইন্ডিয়া লিগাল এড ফোরাম, মিরিক পৌরসভা ও মিরিক বার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে গোর্খা রঙ্গমঞ্চে এক আইন বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল গত শনিবার । আলোচ্য বিষয় ছিল (ফৌজদারি আইন শাস্ত্র)। আলোচনা সভায় মূল্যবান বক্তব্য রাখলেন বিচারপতি শ্রীমতি জ্ঞানসুধা মিশ্র(সুপ্রিম

কোর্ট), জাতীয় মানবাধিকার কমিশনের প্রাক্তন সদস্য শ্রীমতি জ্যোতিকা কারলা। আমি অনুষ্ঠান পরিচালনা ও সভাপতিত্ব করলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরিক পৌরসভার চেয়ারম্যান, G.T.A.- এর বিভিন্ন পদাধিকারীসহ স্থানীয় প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আইনজীবী ও স্থানীয় মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলির সদস্যবৃন্দ ও আইন বিভাগের ছাত্র ছাত্রীরা বলে জানিয়েছেন অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের সম্পাদক জয়দীপ মুখার্জি।

More From Author

DUA’S KNOWLEDGE POTLI Celebrated their 3rd Anniversary

Salim G. Purushothaman assumed additional charge of CMD, BCL Shri Salim G Purushothaman, an MBA and M. Tech in Manufacturing from BITS, Pilani has taken over the additional charge of Chairman and Managing Director of Braithwaite & Co Ltd.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *