লেখিকা শিল্পী চক্রবর্তী-র রচিত বই “খোলা মনে রঙ বেরঙে” উন্মোচন করলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়-এর হাত ধরে আজ উন্মোচিত হল লেখিকা শিল্পী চক্রবর্তী-র রচিত বই খোলা মনে রঙ বেরঙে।

বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের দুই যুগ্ম আয়োগ অনুপম হালদার ও পাঞ্চালী মুন্সী সহ অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, দক্ষিণেশ্বর ভবতারিণী কালী মন্দিরের অছিপরিষদ-এর কর্ণধার কুশল চৌধুরী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাচ্চাদের উপর মোবাইলের দুষ্প্রভাব এই পুস্তকের মূল আলোচ্য বিষয়।

অনুষ্ঠানে বিশেষ ভাবে অভিনন্দিত করা হয় সহস্রাংশু পাত্র-কে। করোনা অতিমারীর সময় লক ডাউন চলাকালীন ভার্চুয়াল মাধ্যমে পঠন পাঠন করতে করতে চোখের পাওয়ার বেড়ে যায় এই পড়ুয়ার। বর্তমানে মোবাইল থেকে সহস্র যোজন দূরে থাকতেই পছন্দ করে এই পড়ুয়া।

More From Author

ভারত পেট্রোলিয়াম বিনা রিফাইনারিতে অনেক উচ্চাশা নিয়ে ৪৯,০০০ কোটি টাকার পেট্রোকেমিক্যাল এবং উত্তোলন ক্ষমতা সম্প্রসারণ প্রকল্প চালু করলো

ডাবর গুলাবরি পরিবেশিত আই গ্ল্যাম মিস ও মিসেস গুলাব পরী বেঙ্গল ২০২৩ ও জুনিয়র ও মিস্টার বেঙ্গল ২০২৩ এর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো কলকাতা প্রেস ক্লাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *