বৃদ্ধাশ্রমের সহায়হীন পরিবারহীন আবাসিকদের কাছে “আশ্রয় ” বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে চলেছে

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

“বৃদ্ধাশ্রম” নাম টা শুনলে প্রথমে মনে পরে যায় গায়ক নচিকেতার সেই গানটি। কত বৃদ্ধা সহায়হীন ,পরিবারহীন রয়েছেন এই বৃদ্ধাশ্রমে। প্রশ্ন এই সব বৃদ্ধ-বৃদ্ধাদের কথা কতজন ভাবেন ? বৃদ্ধাশ্রম হ‌লো মূলত বৃদ্ধ নারী-পুরু‌ষের আবাসস্থল।
ঠিক সেই রকমই একটি বৃদ্ধাশ্রমের প্রবীণ আবাসিকদের কাছে পৌঁছে গেলো “আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড কালচারাল ফাউন্ডেশন”। ২৮ এপ্রিল কলকাতা প্রেস ক্লাবে “আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড কালচারাল ফাউন্ডেশন ” এর সম্পাদক ও আয়োজক এডভোকেট শান্তনু সিনহার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল “বৈশাখী প্রবীণ বরণ” ও

বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান অনুষ্ঠান l  বৃদ্ধাশ্রমের সহায়হীন ,পরিবারহীন আবাসিকদের কাছে “আশ্রয় ” বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে চলেছে একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয় পাশাপাশি এদিন বৈশাখী প্রবীণ বরণ ১৪৩০ অনুষ্ঠানে বরণ করে নেওয়া হয়  বিশিষ্ট অতিথি থেকে শুরু করে সমাজের প্রবীণ ও সহায়হীন মানুষদের।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, এছাড়াও শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সেন সুদেষ্ণা রায়, ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া’র সভাপতি স্বরূপ বিশ্বাস, আইনজীবী প্রসূন কুমার দত্ত, সঙ্গীত শিল্পী ভাস্বতী দত্ত, বিশিষ্ট ডায়েটিশিয়ান অনুশ্রী মিত্র সহ টলিউডের অভিনেতা – অভিনেত্রী ও বিশিষ্টজনেরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অমিতাভ দাশগুপ্ত।

More From Author

Experience exclusive Bhajanlal Commercial – MI Studio at Thakurpukur, Kolkata

মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন ক্রিকেট গ্রাউন্ডে আই,ডি,সি,এ (IDCA) চতুর্থ টি-২০ ডেফ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *